Monday, August 15, 2016

মাদক: ভাসছে নারায়ণগঞ্জ

মাদক: ভাসছে নারায়ণগঞ্জ
আলী ফোরকান
মাদকের জোয়ারে ভাসছে নারায়ণগঞ্জ। প্রত্যেকটি পাড়া মহল্লায় গড়ে উঠেছে একাধিক মাদক স্পট। ধীরে ধীরে মাদকের করাল গ্রাসের শিকার হচ্ছে যুবসমাজ এবং কলেজ পড়ুয়া ছাত্ররা। নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে বহু মাদকাশক্ত নিরাময় কেন্দ্র। আবাসিক হোটেলগুলোতেও এখন মাদক ব্যবসা চলছে। অভিযোগ রয়েছে, প্রত্যেক মাদক স্পট থেকেই থানা-পুলিশের কর্তা ব্যক্তিরা মাসোহারা নিচ্ছে। মূলত দেশের মাদক ব্যবসার অন্যতম ট্রানজিট পয়েন্ট নারায়ণগঞ্জ জেলা। ঢাকা-সিলেট ও ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের সংযোগস্থল হল মাদকের অন্যতম বর্ডার। একটি পত্রিকায় প্রকাশিত তথ্যানুসন্ধানী খবরে জানা যায়, প্রতিদিন নারায়ণগঞ্জের বিভিন্ন রুটে মাদকের বিপুল পরিমাণ চালান প্রবেশ করছে। মায়নামারের ইয়াবা।ফেন্সিডিলের সবচেয়ে বড় চালানগুলো আসছে কুমিল্ল¬া জেলা থেকে। ভারতীয় সীমান্ত দিয়ে প্রবেশ করা ফেন্সিডিল বিভিন্ন কৌশলে ট্রাক অথবা বাসযোগে পৌঁছে যাচ্ছে নিজ গন্তব্যে। এছাড়াও ঢাকার আমিন বাজার, গেন্ডারিয়া, কমলাপুর, শ্যামপুর ও আশপাশের এলাকা থেকেও মাদকের ছোট-বড় চালান প্রবেশ করছে এখানে। পার্শ্ববর্তী জেলা মুন্সিগঞ্জ থেকেও চালান আসছে এবং নারায়ণগঞ্জ থেকেও মুন্সিগঞ্জ, নরসিংদী, গাজীপুর ও ঢাকার বিভিন্ন এলাকায় মাদক পৌঁছে যাচ্ছে। জানা গেছে, শুধুমাত্র নারায়ণগঞ্জ শহর ও আশপাশের এলাকাগুলোতেই প্রায় দেড় শতাধিক মাদক স্পট রয়েছে। শহরের খানপুর, নগর খানপুর, হাজীগঞ্জ, তল্ল¬া, ব্যাংক কলোনী, মাছুয়াপাড়া, আমলাপাড়া, নন্দীপাড়া, জামতলা, ধোপাপট্টি, পালপাড়া, ৫নং ঘাট, বৌ-বাজার, বাবুরাইল, নয়াপাড়া, জল¬ারপাড়া, জিমখানা, নতুন জিমখানা, সূতারপাড়া, নিতাইগঞ্জ, নয়ামাটি, বালুরমাঠ, শহরের শহীদ মিনার এলাকা, ফতুল্ল¬ার কুতুবাইল, রেললাইন, কাঠেরপুল, পৌষার পুকুরপাড়, দেওভোগ, শিবু মার্কেট, নতুন ষ্টেডিয়াম এলাকা, বাড়ৈভোগ, মাসদাইর, ইসদাইর, সস্তাপুর, পুলিশ লাইন, গাবতলীসহ প্রায় প্রত্যেক মহল্ল¬ায় এখন হাত বাড়ালেই মাদক পাওয়া যাচ্ছে। এসব এলাকার পাশাপাশি ফতুল্ল¬ার বিশাল বিসিক এলাকাতেও মাদকের ব্যবসা চলছে। প্রকাশিত সংবাদের তথ্য মতে, নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় মাদকাশক্ত নিরাময় কেন্দ্র গুলো জমজমাট ব্যবসা করছে। এসব কেন্দ্রে চিকিৎসা নিতে আসা অধিকাংশই যুবক এবং সম্ভ্রান্ত পরিবারের সন্তান। নাম প্রকাশে অনিচ্ছুক একটি মাদকাশক্ত নিরাময় কেন্দ্রের পরিচালক জানান, মূলত একটি মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে আমরা নিরাময় কেন্দ খুলেছিলাম। কিন্তু মাদকের পরিস্থিতি এতই ভয়াবহ যে, কেন্দ্র গুলো এখন ব্যবসায়িক চিন্তাধারায় গড়ে উঠছে। স্থানীয় অধিবাসীদের অভিমত, নারায়ণগঞ্জের মাদকের অবস্থা এখন ভয়াবহ। জেলা পুলিশ বলছেন, আগে যেভাবে মাদকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া হয়েছিল, তেমন কিছু না করলে মাদকমুক্ত নারায়ণগঞ্জ গড়া সম্ভব হবে না। তখন জেলা গোয়েন্দা শাখাকে (ডিবি) শুধুমাত্র মাদকের বিরুদ্ধেই অভিযান করানো হত। আমরা আশাকরি শিল্পনগরী নারায়ণগঞ্জকে মাদক মুক্ত করতে সংশ্লিষ্ট কতৃপক্ষ এগিয়ে আসবে।

0 comments:

Post a Comment