স্মরণ : ব্যাংকার ও শিক্ষাবিদ আবু মুহাম্মদ
আলী ফোরকান
জন্ম : ১৯৩৪ সালে ৪ আগস্ট
মৃত্য: ২০১৭ সালে ০২জুন
আবু মুহাম্মদ। ১৯৩৪ সালে ৪ঠা আগস্টে রাউজান উপজেলার ছত্রপাড়া গ্রামে আকবর বাড়ির এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা আব্দুল লতিফ ও মাতা মাজেদা খাতুন। তিনি ছিলেন একজন গীতিকার, সাহিত্যিক ও প্রাবন্ধিক। পিতা-মাতার একমাত্র সন্তান। মাত্র তিন বছর বয়সেই তাঁর পিতাকে হারান।
রাউজান আর.আর.এস.সি হাই স্কুল হতে এস.এস.সি পাস করেন। মেট্রিক পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করায় তৎকালীন সরকারের পক্ষ হতে স্বর্ণপদক লাভ করেন। চট্টগ্রাম সরকারী কমার্স কলেজ হতে মেধা তালিকায় আই.কম ও বি.কম. পাস করেন। ১৯৫৫ সনে তদানীন্তÍন কেন্দ্রীয় সরকারের ‘সাপ্লাই এন্ড ডেভেলপ্মেন্ড’ বিভাগে যোগদানের মাধ্যমে কর্মজীবনে প্রবেশ। ১৯৫৮ সালের শেষ দিকে তদানীন্তন স্টেট্ ব্যাংক অব পাকিস্তানে যোগদান করেন। ১৯৭১ সালে দেশ স্বাধীন হওয়ার পরে বাংলাদেশ ব্যাংকে একই পদে অভিষিক্ত হন। অতি কর্মদক্ষতার কারণে সরকার তাঁকে ১৯৮৮ সালে পুরস্কার প্রদান করেন। পরবর্তীতে তিনি ১৯৯৪ সালের মার্চ শেষে বাংলাদেশ ব্যাংক হতে অবসর নেন। কর্মজীবনে প্রায় একযুগ ধরে (১৯৮০-১৯৯১) এদেশের প্রথম সফল সুদমুক্ত সমবায় ‘চক্রেসো’ গড়ার কাজে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। ০২জুন, জুমু’ আ’বার রাত ১১.৫৫ মিনিটে ২০১৭ সালে শেষ নিঃশ^াস ত্যাগ করেন। মৃত্যুবার্ষিকীতে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।
cash for gold in delhi ncr cash for gold in faridabad cash for gold in noida cash for gold in gurgoan cash for gold in ghaziabad
ReplyDelete