Saturday, July 2, 2016

পরিবেশ : অতিথি পাখিদের রক্ষায় করণীয়

পরিবেশ : অতিথি পাখিদের রক্ষায় করণীয়
আলী ফোরকান
‘পাখি সব করে রব রাত্রি পোহাইল, কাননে কসুম কলি সকলি ফুটিল।’ ছোট বেলা সুর করে এ কবিতাটি পড়তে খুব পুলক অনুভব হত। নদী-খালের কাদা জলে বেড়ে উঠা গা নিংরানো মানুষ হিসাবে আমি কবিতার সাথে বাস্তবের এ মিল দেখে নিজেকে বড় ধন্য মনে হত। এমন একদিন ছিল যখন হাওরবাসীর ঘুম ভাঙ্গত পাখীর কিচিরমিচির শব্দ আর ডানা ঝাপটার কোলাহলে। গোলা ভরা ধান, গোয়াল ভরা গরু, আর পুকুর ভরা মাছ একমাত্র হাওর এলাকায় বাস্তব ও পরিপূর্ণ ছিল। ছিল দিগন্ত জোড়া নয়নাভিরাম সবুজ মাঠের সমারোহ, চাইল্লা গাছের গো-চারণ ভূমিতে রাখাল বালকের সাথে লুকোচুরি খেলা। আকন্ড জলমগ্ন হিজল তমাল আর নল খাগড়ার বন। শীতের হিমেল নীলাকাশে-মুক্তোর মালার ন্যায় উড়ে বেড়ানো সব জংলী হাঁসের দল। বিচিত্র রঙের পাখি, সাদা ধবধবে এক পায়ে দাঁড়ানো ঋষি বকের ধ্যানমগ্ন দৃশ্য, কাকের চোখের ন্যায় কালো স্বচ্ছ জলে পানকৌড়ির জলক্রীড়া আর পানিফল শুধু হাওর এলাকায় দেখা সম্ভব। বিরাট বিশাল চারণ ভূমিতে রাখাল বালকের মেঠু সুর আমাদের বিমোহিত করে তুলতো। সদূর সাইবেরিয়া থেকে হাওর এলাকায় প্রতিবছর শীতের শুরুতে আসে লক্ষ লক্ষ পাখি। এসব অতিথি পাখিরা একটু আশ্রয়, আহার আর ডিমে তা দিতে। পাখিরা মিলন আর ঐকের বার্তা নিয়ে ছুটে আসে লক্ষ মাইল পাড়ি দিয়ে। পাখির জীবন ও তার বাঁচার আচার-আচরণ বড় দূর্বোধ্য। দেশে দেশে কালে কালে পাখিদের নিয়ে কতো কথা, কতো কাহিনী, কতো গান সৃষ্টি হয়েছে তার সঠিক হিসাব কে রাখে? সৃষ্টির আদি কাল থেকে পাখিদের সেই দূর দূরান্ত থেকে আসা-যাওয়া মানুষকে ভাবাতুর করে তুলেছে। পক্ষী বিজ্ঞানীদের মতে পৃথিবীতে এক সময় ১৬ লাখ প্রজাতির পাখি ছিল। বিলুপ্ত হতে হতে কোন মতে টিকে আছে মাত্র সাড়ে ৮ হাজার প্রজাতির পাখি। কারো মতে বাংলাদেশে ৬৫৮০ প্রজাতির পাখি বিদ্যমান। অন্যমতে ২৫০ প্রজাতি আসে বিদেশ থেকে অর্থাৎ অতিথি পাখি। যে সমস্ত অতিথি পাখি আসে তাদের মধ্যে ২০-২২ প্রজাতি হলো জংলী হাঁসের। এদের মধ্যে উল্লেখ্য যোগ্য হলো গোলাপী রাজ হাঁস, চখাচখি, লেনজা, জিরিয়া প্রভূতি। পাখিদের এই যে আসা-যাওয়া তা সৃষ্টির এক গোর রহস্যে ঘেরা। কি এক অদৃশ্য টানে একই সময়ে, একই স্থানে ফিরে আসে বার বার। কিন্তু আমরা কি এ অতিথিদের প্রতি সঠিক আচরণ করছি? শীতের তীব্রতা থেকে রক্ষা, খাদ্যভাব আর নতুর প্রজন্ম ধারাবাহিকতা রক্ষার লক্ষ্যেই ওদের আগমন। এই সব পাখিরা হাওরে কিসের বার্তা নিয়ে আসে? আজ হিসাব করার দিন এসেছে। আমরা জলসেচে, কাদা খুড়ে মাছ ধরছি। সারাদেশের বনাঞ্চল উজার, নদী বিল ঝিল হাওরা বাঁওড় ভরাট করে শুধু কি পাখিদের আবাস স্থল ধ্বংস করছি? পাখিদের আবাস বা বাসা নষ্টের সাথে মানুষ তাদের নিজেদের অস্তিত্বের মূলেও কুঠারাঘাত করতে চলেছে। মানুষের জীবন চক্রের সাথে পশু পাখিদের অঙ্গাঅঙ্গি সম্পর্ক। একটির ধ্বংসে অপরটির বিনাশ অপরিহার্য। ফুড চেইন নষ্ট হলে পরিবেশের উপর তার বিরুপ প্রতিক্রিয়া অপরিহার্য। আমরা এসব কাজের সাথে বেঁচে থাকার জন্য প্রতিনিয়ত মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি। আজ হাওর অঞ্চলসহ সারাদেশের পাখিদের আবাসস্থলের কি অবস্থা আমরা করেছি? ধ্বংস করা হয়েছে বন, ভরাট করা হয়েছে জলাশয়, নির্বিচারে বীর বাহাদুরী করতে হত্যা করা হয় নিরিহ শান্তি প্রিয় এ সকল অসহায় পাখিদের। বাঙ্গালী জাতি অতিথি পরায়ন বলে জানি। এক পয়সাও না নিয়ে সমগ্র ভূ-ভারত ভ্রমণ করা যায় বলে শুনেছি। তবে আমরা আমাদের এই অতিথিদের প্রতি এ কি রকম আচরণ করছি। তাদের আমরা ফাঁদ পেতে, গুলি করে হত্যা করছি। অতিথি পাখিরা কি এমন ক্ষতি করে থাকে। তারা তো ক্ষতিকর কীটপতঙ্গ ভক্ষণ করে বরং আমাদের উপকারই করে থাকে। পাখির সাথে মাছের সম্পর্ক সম্পুরক, একটির সংখ্যা কমলে অন্যটিও কমবে। ক্ষতিকর কীটপতঙ্গ সাবার করে এরা আমাদের ফসলকে রক্ষা করছে। বাঁচিয়ে দিচ্ছে লক্ষ টাকার কীটনাশকের আত্মঘাতি বিরূপ পরিবেশের হাত থেকে। হাওরের নল-খাগড়া আর হিজল তমালের বাগান ধ্বংস হয়েছে। বিস্তীর্ণ চারণভূমি পরিণত হয়েছে সবুজ সমারোহের মাঠে। কালো জলের আধার বিল-ঝিলগুলো ভরাট হয়েছে, পাখির আবাসস্থান সংকীর্ণ করে দিয়েছি । এক শ্রেণীর সৌখিন অবিবেচক শিকারী নির্বিচারে হত্যা করে পাখিদের। এক মুহূর্তে পাখিদের শান্তিতে আহার করতে দেয় না, দেয় না ডিমে তা দেয়ার সুযোগ। বন কেটে পরিষ্কার করায় প্রজনন বন্ধ হয়ে যাচ্ছে। যে কটি পাখি বাচ্চা ফুটাতে সক্ষম হয় তাও ধরে নিয়ে যায় মানুষ। অনেকে হয়ত অতিথি পাখিদের উপকারের সাথে অপকারের কথাও বলবে। হাওরের বেকার, বে-রোজগারী লোকজনের অনেকেই এ পাখি ধরে বিক্রি করে। এতে তাদের সংসার চলে। অনেক সময় জমিতে নতুন চারা ধানের রোপণকৃত ক্ষেত নষ্ট করে ফেলে পাখিরা। পাকা ধানও অনেক সময় মাড়িয়ে দেয় অতিথি পাখিরা, এই যুক্তিতে পাখি হত্যা মেনে নেয়া যায় না । আবার দেখেছি, জমিতে কীটনাশক ব্যবহারেও অসংখ্য পাখির মৃত্যু হতে। ১৯৭৪-৭৫ সালের দিকে বিমান থেকে ওষধ ছিটানোর সময় হাজার হাজার অসহায় পাখির মৃত্যুর করুণ আহাজারি, বাঁচার আকুতি এ প্রতিবেদক প্রত্যক্ষ করেছেন। সমাজের উচ্চ শ্রেণীর ব্যক্তিবর্গ, আমলা, রাজনৈতিক ব্যক্তিবর্গ পাখি শিকার করতে এই অঞ্চলে ছুটে আসেন। পূর্বেকার রাজা বাদশাদের হাতি শিকারের ন্যায় বর্তমানেও চলে পাখি শিকারের মহড়া। চর্বিবিহীন নরম হাড্ডি সর্বস্ব এই অতিথি পাখিদের মাংস অতি লোভনীয়। অনেক অসাধ্য কাজ সাধন হয়ে থাকে এই পাখি উপহার/ ভ্যাটের মাধ্যমে। বর্তমানে নতুন টেকনিকে চলে পাখি উপহারের খেলা। পাখি হত্যা করে বরফায়িত করে হয় আদান-প্রদান। পুলিশ প্রশাসনের নাকের ডগায় চলে পাখি শিকার ও ক্রয় বিক্রয়। বর্তমানে সরকার অতিথি পাখি শিকার নিষিদ্ধ করে কড়া-কড়ি আরোপ করেছেন। এ জন্য হাওর এলাকাসহ সর্বত্র পাখির অভয়ারণ্য সৃষ্টি করতে হবে।  যেখানে পাখি নির্ভয়ে আহার করবে, ডিমে তা দিবে। কেউ তাদের বিগ্ন সৃষ্টি করবে না। আর যে সকল বেকার লোকজন এই পাখি শিকারের উপর নির্ভরশীল তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। মানুষকে সচেতন করতে হবে, তাদের মানবিক গুণাবলীকে জাগিয়ে তুলতে হবে। হাওরের এই সকল অভয়ারণ্য ও কালো-স্বচ্ছ অফুরন্ত সমুদ্রসম জলরাশিকে দর্শনীয় স্থানে পরিণত করে আকর্ষণ করতে হবে হাজার লক্ষ পর্যটকদের। সর্বোপরি মানুষজনের কাছে পাখিদের মানবিক আবেদন ছড়িয়ে দিতে হবে। পরিবেশ ও নিজেদের নিরাপদে বাঁচারন্যইতা করতে হবে এবং যত দ্রুত হবে ততই মঙ্গল। 

0 comments:

Post a Comment