মাদক নিন্দনীয় ও বর্জনীয়
আলী ফোরকান
মাদক মানব সমাজের জন্য অত্যন্ত ভয়াবহ পরিণামবাহী বিষাক্ত ছোবলের নাম। মাদক বা মাদকাসক্তির ভয়াবহতা কেবল এই নশ্বর পৃথিবীর মাঝেই সীমাবদ্ধ নয়; অবিনশ্বর আখিরাতেও এর ভয়াবহতা পরিব্যপ্ত। মাদক মানুষের শারীরিক ও মানসিক স্বাভাবিকতাকে ক্ষুণœ করে। মানুষের বিবেক-বুদ্ধি লোপ করে। মাদক সেবন করার ফলে একজন মানুষ সমাজিকভাবে সম্মানের উচ্চশিখর থেকে অসম্মান-অশ্লীলতার অতল গহ্বরে নিমজ্জিত হয়। সামজিক দৃষ্টিকোণ এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে একজন মাদকসেবীকে উচ্ছৃঙ্খল ও অসভ্য বিবেচনা করা হয়। যা একজন মানুষের শ্রেষ্ঠত্বকে ক্ষুণœ করে। মাদক সেবনের ফলে মানুষের মাঝ থেকে বোধশক্তি, সুস্থ অনুভূতিশক্তি এবং প্রভূপ্রীতিসহ নানাবিধ ভালো গুণ হারিয়ে যায় এবং মানুষ ইবাদত বিমুখ হয়ে যায়। এ জন্য সামাজিক এবং ধর্মীয় উভয় দৃষ্টিকোণ থেকে মাদক নিন্দনীয় ও বর্জনীয়। মাদকসেবনগত বর্তমান সময়ের এই সয়লাবকে বন্ধ করার জন্য ইসলাম প্রবর্তিত নীতিমালা এবং ইসলামি আচার-অনুষ্ঠান সর্বাধিক গুরুত্ব বহন করে। মাদকের এই অশুভতা থেকে জাতিকে রক্ষার জন্য আলেম সমাজকে এ পথে অগ্রগামী হতে হবে। ইমাম তার খুতবার মাধ্যমে, পীর তার ইসলাহি বয়ানের মাধ্যমে, লেখক তার লেখার মাধ্যমে সর্বপরি যে যেভাবে পাবরে মাদককে অশুভ কুফল বর্ণনা করে জাতির খেদমত করা উচিত। ইসলামি আচার-অনুষ্ঠান মাদক এবং মাদকাসক্তি রোধকল্পে যথার্থ। সামাজিক অবক্ষয়, আর্থিক বিপর্যয়, স্বাস্থ্যগত অবনতি এবং ধর্মীয় অশুভ পরিণামের কথা বিবেচনা করে প্রত্যেক মুসলমানের মাদক বা মাদকজাতীয় বস্তুকে ত্যাগ করা উচিত। এছাড়া ধর্মীয় আচার ব্যবহার এবং আমলগুলো একজন মাদকাসক্ত রোগীকে সুস্থ করার ব্যাপারে খুবই গুরুত্বপূর্ণ। ধর্মীয় আচার-অনুষ্ঠান মাদকাসক্ত রোগীকে সুন্দর জীবনের প্রতি আকৃষ্ট করে তোলে। সুন্দর জীবনের আগ্রহ তৈরি করে, যা একজন মাদকাসক্ত রোগীর জন্য অত্যন্ত জরুরি। নামাজ পড়া, রোজা রাখা, কুরআন তিলাওয়াত করা এবং তালিম শোনা ইত্যাদি ধর্মীয় নিয়মতান্ত্রিকতা এবং শুভ্রতা একজন মাদকাসক্ত রোগীকে সুস্থতা অর্জনের ক্ষেত্রে বিশেষভাবে সহায়তা করে। আমাদের প্রতিষ্ঠানের এই সামান্য অগ্রগতির পেছনে ধর্মীয় আচার-অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধাবোধসহ চিকিৎসা প্রদান ব্যবস্থাকেই মূল মনে করা হয়। যে কোনো মাদকাসক্ত নিরাময়কেন্দ্রগুলোতে মাদকাসক্ত রোগীকে সুস্থ করার ব্যাপারে ধর্মীয় রীতি-নীতি পালনে যতœবান হওয়া উচিত। এতে এ লাইনে ব্যাপক সফলতা আসবে বলে আমার বিশ্বাস। মাদকাসক্তদের জন্য দীনি পরিবেশসমৃদ্ধ একটি পূর্ণাঙ্গ মাদকাসক্ত নিরাময় কেন্দ্র গড়ে তোলার স্বপ্ন দেখতাম প্রতিনিয়ত। যেখানে সম্পূর্ণ দীনি পরিবেশে অভিজ্ঞ দীনদার ব্যক্তিদের সাহচর্যে নেশাগ্রস্ত বিপদগামী তরুণ যুবকদের চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করা সম্ভব হবে।
0 comments:
Post a Comment