Friday, May 13, 2016

প্রথম বাংলা দৈনিক ‘সংবাদ প্রভাকর’

প্রথম বাংলা দৈনিক ‘সংবাদ প্রভাকর’
আলী ফোরকান
উপমহাদেশে সর্বপ্রথম প্রকাশিত পত্রিকার নাম হলো ‘দ্য বেঙ্গল গেজেট’। এটি প্রকাশিত হয়েছিল ১৭৮০ সালের ২৯ জানুয়ারি। পত্রিকাটি ছিলো ইংরেজি ভাষায়। ‘দ্য বেঙ্গল গেজেট’-এর আরো একটি নাম হলো ‘দ্য ক্যালকাটা জেনারেল অ্যাডভাইজার’। এর সম্পাদক ছিলেন জেমস্ অগাস্টন হিকি। আর সে জন্য এটি হিকি’স গেজেট নামেও বিখ্যাত ছিল। পরবর্তীতে ‘ইন্ডিয়া গেজেট’, ‘ক্যালকাটা গেজেট’, ‘হরকরা’, প্রভৃতি পত্রিকা প্রকাশ পেতে থাকে। উল্লেখ্য, এগুলোর সবক’টি ছিল ইংরেজি পত্রিকা।  ১৮১৮ সালের ২৩মে জোশুয়া মার্শম্যানের সম্পাদনায় প্রকাশিত হয় প্রথম বাংলা পত্রিকা সাপ্তাহিক ‘সমাচার দর্পন।’। একই বছরে’র জুন মাসে গঙ্গাকিশোর ভট্টাচার্যের সম্পাদনায় প্রকাশিত হয় সাপ্তাহিক ‘বাঙ্গালা গেজেট’। এটি বাংলা ভাষায় প্রকাশিত দ্বিতীয় কোন পত্রিকা। তবে, কোন বাঙালি কর্তৃক সম্পাদিত প্রথম বাংলা পত্রিকা। ১৮১৮ সালে শ্রীরামপুরের মিশনারীরা ‘দিগ্দর্শন’ নামে একটি বাংলা মাসিক পত্রিকা প্রকাশ করেন। এটিই প্রথম বাংলা মাসিক পত্রিকা।  ঈশ্বরচন্দ্র গুপ্ত (১৮১২-১৮৫৯) বাংলা সাহিত্যে ‘যুগসন্ধি’-র কবি হিসেবে সুপরিচিত। তিনি অমর কাব্য স্রষ্টা না হলেও, তার কাব্য স্বকীয়তার বৈশিষ্ট্যে উজ্জ্বল। সাধারণ মানুষের ভাষায় কাব্য রচনা করে তিনি কবি খ্যাতি লাভ করেন। সাংবাদিকতায় তিনি অসাধারণ কৃতিত্ব দেখিয়েছেন। ১৮৩১ সালের ২৮ জানুয়ারি যোগেন্দ্র ঠাকুরের সহযোগিতায় ‘সংবাদ প্রভাকর’ নামে একটি সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করেন। পরবর্তীতে এটি সপ্তাহে তিনবার বের হতো। ১৮৩৯ সালের ১৪ জুন পত্রিকাটি বাংলা দৈনিক হিসেবে আত্মপ্রকাশ করে। উল্লেখ্য, এটিই বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকা। ১৮৩১ সালে, মাত্র উনিশ বছর বয়সে সহায়সম্বলহীন ও ইংরেজি শিক্ষাদীক্ষাবর্জিত ইশ্বর চন্দ্রগুপ্ত “সংবাদ প্রভাকর” প্রকাশ করে বাংলা পত্রিকার জগতে নতুন পথের সন্ধান দেন। সাধারণ অর্থে তিনি শিক্ষিত ছিলেন না, ইংরেজি কিছুই জানতেন না, কিন্তু পত্রিকা সম্পাদনার ক্ষেত্রে তিনি বিস্ময়কর প্রগতিশীলতার পরিচয় দেন। সংবাদ, রাজনৈতিক মন্তব্য, ইংরেজ শাসনের সমালোচনায় ও আধুনিক শিক্ষা প্রচারে ঈশ্বরচন্দ্র গুপ্ত যথেষ্ট মনোবলের পরিচয় দেয়। বাংলার সমাজ, সাহিত্য-সংক্রান্ত বুদ্ধিদীপ্ত আলোচনা তার পত্রিকাতেই প্রথম প্রকাশিত হয়। তাই তাকে বাংলা বার্তাজীবীদের গুরু বলা হয়। বাংলা উপন্যাসের জনক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছাত্র জীবনে ঈশ্বরচন্দ্র গুপ্তের ‘সংবাদ প্রভাকর’ এ কবিতা, প্রবন্ধ লিখতেন, তিনি গুপ্তকে ‘গুরু’ বলে স্বীকার করেছেন। ‘সংবাদ প্রভাকর’ ছাড়াও তিনি ‘পাষান্ডপীড়ন’, সংবাদ রতœাবলী,’ ‘সংবাদ সাধুরঞ্জন’ প্রভৃতি পত্রিকা প্রকাশ ও সম্পাদনা করেন। ১৪ জুন, প্রথম বাংলা দৈনিক প্রকাশের দিন। কবি ঈশ্বরচন্দ্র এবং দৈনিক ‘সংবাদ প্রভাকর’ পত্রিকাটিকে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি। 
তথ্য সুত্র: ওয়েব সাইট
০১৭১১৫৭৯২৬৭

0 comments:

Post a Comment