Friday, December 6, 2013

চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে হাতির তান্ডব

চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে হাতির তান্ডব
ড.ফোরকান আলী
হাতির ভয়ে আতঙ্কিত রয়েছেন দণি চট্টগ্রামের কয়েকটি উপজেলার প্রায় অর্ধলাখ মানুষ। গহীন অরণ্য থেকে লোকালয়ে এসে হানা দিচ্ছে হাতির পাল। তছনছ করে দিচ্ছে ঘরবাড়ি ও েেতর ফসল । আবার হাতির পায়ে পিষ্ট হয়ে মারাও যাচ্ছেন অনেকে। ফলে হাতির ভয় নিয়েই এখন দিন কাটাচ্ছেন এখানকার মানুষ। প্রতিদিন এসব পাহাড়ি এলাকায় প্রায় অর্ধলাধিক মানুষ জীবনবাজি রেখে জীবিকার সন্ধানে যায়। স্থানীয় এলাকাবাসী জানান, বন্য হাতির পাল প্রায়ই লোকালয়ে হানা দেয়। ঘরবাড়ি ভেঙ্গে চুরমার করে দেয়ার সময় মানুষ থাকলে তাদেরকে মেরে ফেলে। কয়েকদিন আগে হাতির আক্রমণে শিশুসহ ৪জনের মৃত্যু হয়। কখনো দিনে, কখনো গভীর রাতে হাতির পাল অরণ্য থেকে এসে হানা দেয় লোকালয়ের বিভিন্ন ফসল নষ্ট করে দেয়। চাষিরা বলেন, জীবনবাজি রেখে পাহাড়ে কাজ করতে হচ্ছে। অনেক কষ্টে চাষাবাদ করলেও ফসল তোলার সময় হাতির পাল তা নষ্ট করে দেয়। অনেক চাষির অভিযোগ, অবৈধ কাঠ পাচারকারীরা গহীন অরণ্যে থেকে নির্বিচারে বন সম্পদ ধ্বংস করার কারণে হাতির পাল লোকালয়ে এসে নিরীহ মানুষের উপর হামলা চালাচ্ছে। গত বছর পাহাড়ে কাঠ কাটতে গিয়ে হাতির আক্রমণে মারা যায় এক বৃদ্ধ। গত ৭ জানুয়ারি পার্বত্য জেলা বান্দরবান লামা উপজেলা আজিজনগর ইউনিয়নে ফাইতং মুসলিম পাড়ায় বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে মা মেয়েসহ ২ জন মারা হয়। এলাকায় প্রায় ৩টি দলে ২০/৩০টি বন্য হাতির দল পাহাড় থেকে লোকালয়ে নেমে এসে বসতবাড়ির উপর হামলা চালিয়ে তছতচ করে দেয়। এ সময় বন্য হাতির দল ঘুমন্ত থাকা অবস্থায় সাকেরা বেগম (৩৬) ও তার ২বছরের শিশু কন্যা ইয়াছমিন আক্তারকে পায়ে পিষ্ট করে মারে। ফাইতং নোয়া পাড়ায় বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে পিতা পুত্রসহ দু’জন নিহত হয়েছেন। নিহতরা হলেন, রাশেদ (৪) ও তার বাবা আবুল কাশেম (২৯)। গভীর রাতে ঘুমিয়ে থাকা অবস্থায় হাতির পাল তাদেরকে হত্যা করে। এবছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত চন্দনাইশ, বাঁশখালী, সাতকানিয়া ও লোহাগাড়ায় হাতির আক্রমণে ১০ জন নিহত হয়। পাহাড়ি এলাকার মানুষের সঙ্গে আলাপে জানা যায়, গত ৩/৪ বছরে শিশুসহ প্রায় একশ’ লোক ও অসংখ্যা গরু ছাগলের প্রাণ গেছে বন্য হাতির আক্রমণে।
†jLK: W.†dviKvb Avjx
M‡elK I mv‡eK Aa¨¶
36 MMbevey †ivo,Lyjbv
01711579267




0 comments:

Post a Comment