Tuesday, May 1, 2018

স্মরণ: বিজয় সরকার

স্মরণ: বিজয় সরকার
আলী ফোরকান
বিজয় সরকার
জন্ম : ১৯০৩ সালের ২০ফেব্রুয়ারি 
 মৃত্যু : ১৯৮৫ সালের ৪ ডিসেম্বর 
‘নবী নামের নৌকা গড়/ আল্লাহ নামের পাল খাটাও/ বিসমিল্লাহ বলিয়া মোমিন/ কূলের তরী খুলে দাও...।’ ‘আল্লাহ রসূল বল মোমিন/ আল্লাহ রসূল বল/ এবার দূরে ফেলে মায়ার বোঝা/ সোজা পথে চল...।’
কিংবা ‘মন বিল্লালের আযান শুনে দিল কাবাতে নামাজ পড়...।’
আধ্যত্মিক ও অসাম্প্রদায়িক চেতনার কবি, সুরস্রষ্টা বিজয় সরকারের ১১৪তম জন্মদিন আজ। একুশে পদকপ্রাপ্ত এই গুণীশিল্পী ১৯০৩ সালের ২০ ফেব্রুয়ারি নড়াইলের নিভৃতপল্লী ডুমদি গ্রামে জন্মগ্রহণ করেন। একাধারে গীতিকার, সুরকার ও গায়ক ছিলেন তিনি। মায়ার বাঁধন ছেড়ে ১৯৮৫ সালের ৪ ডিসেম্বর ভারতের পশ্চিমবঙ্গে পরলোকগমন করেন বিজয় সরকার। কেউটিয়ায় তাকে সমাহিত করা হয়। শিল্পকলায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৩ সালে মরণোত্তর একুশে পদকে ভূষিত হন।
নবী নামের নৌকা গড়/ আল্লাহ নামের পাল খাটাও/ বিসমিল্লাহ বলিয়া মোমিন/ কূলের তরী খুলে দাও...। গানের ভাবানুযায়ী চারণকবি বিজয় সরকারের চিত্রপটে তুলে ধরেছেন চিত্রশিল্পী বলদেব অধিকারী
বিজয় সরকারের বাবার নাম নবকৃষ্ণ অধিকারী ও মা হিমালয়া দেবী। তার প্রথম স্ত্রী বীণাপাণি দেবীর মৃত্যুর পর প্রমদা দেবীকে বিয়ে করেন তিনি। পরবর্তীতে প্রমদারও মৃত্যু হয়। ছেলে কাজল ও বাদল অধিকারী এবং মেয়ে বুলবুলি ভারতে বসবাস করেন।
প্রকৃত নাম বিজয় অধিকারী হলেও সুর, সঙ্গীত ও অসাধারণ গায়কী ঢঙের জন্য ‘সরকার’ উপাধি লাভ করেন। ১৮০০ বেশি গান লিখেছেন এবং সুর ও সঙ্গীত করেছেন।
তিনি ‘পাগল বিজয়’ হিসেবে বেশি পরিচিত।
বিজয় সরকার নবমশ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছেন, মতান্তরে মেট্রিক পর্যন্ত।
'পোষা পাখি উড়ে যাবে সজনী/ ওরে একদিন ভাবি নাই মনে/ সে আমারে ভুলবে কেমনে...।' গানে বিজয় সরকার ও স্ত্রী বীনাপাণিকে রঙ তুলিতে বিমূর্ত করেছেন শিল্পী বলদেব অধিকারী
বিজয় সরকার লিখেছেন- 'পোষা পাখি উড়ে যাবে সজনী/ ওরে একদিন ভাবি নাই মনে/ সে আমারে ভুলবে কেমনে...।' এছাড়া তার উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে- ‘তুমি জানো না, তুমি জানো না, জানো নারে প্রিয়/ তুমি মোর জীবনের সাধনা/তোমায় প্রথম যেদিন দেখেছি, মনে আপন মেনেছি/ তুমি বন্ধু আমার এ মন মানো না...।’ ‘যেমন আছে এই পৃথিবী / তেমনিই ঠিক রবে/ সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে...।’ ‘নক্সী কাঁথার মাঠেরে/ সাজুর ব্যাথায় আজো রে বাজে রূপাই মিয়ার বাঁশের বাঁশি...।’ ‘কী সাপে কামড়াইলো আমারে/ ওরে ও সাপুড়িয়ারে/ আ...জ্বলিয়া পুড়িয়া মলেম বিষে...।’
বিজয় সরকারের জন্মদিন উপলক্ষে কবির জন্মস্থান ডুমদিতে আজ নগর কীর্তন, কবির প্রতিকৃতিতে মাল্যদান, মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন, আলোচনা, বিজয় গীতি ও জারি গানের আয়োজন করা হয়েছে।

0 comments:

Post a Comment