স্মরণ: কবি উৎপল কুমার বসু
আলী ফোরকান
জন্ম : ১৯৩৭ সালে
মৃত্যু :০৩ অক্টোবর ২০১৫
বাংলা ভাষার প্রখ্যাত কবি উৎপল কুমার বসু । পঞ্চাশ দশকের কলকাতার অন্যতম শক্তিমান এই কবি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে দক্ষিণ কলকাতার একটি নার্সিং হোমে ভর্তি ছিলেন তিনি। সেখানেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় কবির।
১৯৩৭ সালে পশ্চিমবঙ্গের ভবানীপুরে জন্ম উৎপল কুমার বসুর। পঞ্চাশের দশকে লেখালেখির শুরু। ১৯৫৬ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম কাব্যগ্রন্থ চৈত্রে রচিত কবিতা।
কাব্যশৈলী, অভিব্যক্তি এবং কবিতার কাঠামোর হাত ধরে অচিরেই জায়গা করে নেন পাঠকমনে। ২০১৪ সালে পান সাহিত্য আকাদেমি পুরস্কার। ২০০৬ সালে তাঁর কাব্যগ্রন্থ সুখ-দুঃখের সাথীর জন্য পান আনন্দ পুরস্কার। পুরী সিরিজ, বক্সিগঞ্জে পদ্মাপাডে, সলমা জরির কাজ প্রভৃতি তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ।
বাংলাদেশেও ছিলেন বহুল পঠিত। বিশেষ করে তরুণ কবিদের মধ্যে উৎপল কুমার বসু ভীষণ জনপ্রিয় ছিলেন।
0 comments:
Post a Comment