Saturday, April 21, 2018

স্মরণ: আলেকজান্ডার ফ্লেমিং

স্মরণ: আলেকজান্ডার ফ্লেমিং
আলী ফোরকান
জš§: ১৮৮১ সালের ৬ আগস্ট 
 ১৯৫৫ সালের ১১ মাচ 
একজন চিকিৎসক এবং বিজ্ঞানী। যিনি তার আবিষ্কার দ্বারা পাল্টে দিয়েছিলেন চিকিৎসা জগৎকে এবং গোটা মানবজাতিকে। তার সবচেয়ে বড় আবিষ্কার ছিল এন্টিবায়োটিক পেনিসিলিন।
১৮৮১ সালের ৬ আগস্ট স্কটল্যান্ডে জš§ নেন এই বিজ্ঞানী। এরপর এক সময় ইংল্যান্ডের লন্ডনে চলে যান। তার বড় ভাইও চিকিৎসক ছিলেন। বড় ভাইয়ের পরামর্শেই আলেকজান্ডার ফ্লেমিং এমবিবিএস পড়তে ভর্তি হন। ১৯০৬ সালে বিশেষ কৃতিত্বের সঙ্গে এমবিবিএস শেষ করার পর ১৯০৮ সালে গিয়ে ব্যাকটেরিয়া বিদ্যাতে অনার্স কোর্সে ভর্তি হন এবং কৃতিত্বের সঙ্গে কোর্স সম্পন্ন করেন। ব্যাকটেরিয়া বিদ্যায় তিনি স্বর্ণপদক লাভ করেন।
প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে তিনি ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করবে এমন কিছু নিয়ে গবেষণা করছিলেন। তখনই তিনি এন্টিসেপটিক নিয়ে দুর্দান্ত একটা ফলাফল বের করেছিলেন। তিনি গবেষণা দ্বারা শনাক্ত করেছিলেন যে এন্টিসেপটিক চামড়ার ওপরে কাজ করলেও ভেতরের দিকে এমন ব্যাকটেরিয়া সক্রিয় রয়ে যায় যা অক্সিজেন ছাড়াও চলতে পারে এবং এটা অনেক যুদ্ধে আহত রোগীর অবস্থা আরো খারাপ করে দিচ্ছে। কিন্তু তার এই আবিষ্কার তখন অনেকেই গুরুত্ব দেননি।
তার সবচেয়ে বিখ্যাত আবিষ্কারটা ছিল পুরোপুরি কাকতালীয় অথবা দৈবক্রমে। তিনি অনেক বড় গবেষক হলেও তার ব্যবহৃত গবেষণাগারটি গোছানো ছিল না। ১৯২৮ সালের আগস্ট মাসে তিনি এক মাসের ছুটিতে গিয়েছিলেন। ছুটি কাটানোর আগে তিনি ঝঃধঢ়যুষড়পড়পপঁং ব্যাকটেরিয়ার পেট্রিডিশগুলোকে তাক তাক করে সাজিয়ে রেখে যান। ছুটি শেষ করে সেপ্টেম্বরে ফিরে এসে দেখেন, একটার মধ্যে ছত্রাকের আক্রমণ ঘটেছে এবং ছত্রাকের আশপাশে ব্যাকটেরিয়াগুলো মারা গেছে।
তিনি বলেন, ‘১৯২৮ সালের সেপ্টেম্বরের ২৮ তারিখে ভোরবেলা ঘুম থেকে ওঠার পর আমার প্ল্যান কোনোভাবেই এমন ছিল না যে, আমি পৃথিবীর প্রথম ব্যাকটেরিয়া-হত্যাকারী বা প্রথম অ্যান্টিবায়োটিক আবিষ্কার করে চিকিৎসার জগতে বিপ্লব নিয়ে আসব। কিন্তু হয়তো, ঠিক সেটাই আমি করে ফেলেছি।’
এই আবিষ্কারের জন্য তিনি ১৯৪৫ সালে যৌথভাবে নোবেল পুরস্কার পান। পুরস্কারের বাকি দু’জন ভাগিদার ছিলেন ঐড়ধিৎফ ঋষড়ৎবু আর ঊৎহংঃ ইড়ৎরং ঈযধরহ. ১৯৪৬ সালে রাজা ষষ্ঠ জর্জ তাকে নাইট উপাধি দেন, তাই তাকে স্যার আলেকজান্ডার ফ্লেমিং ডাকা হয়। ১৯৫৫ সালের ১১ মার্চ তিনি হার্টএটাকে মারা যান। তার একটা মূর্তি আছে স্পেনের রাজধানী মাদ্রিদে। 

0 comments:

Post a Comment