Monday, May 29, 2017

global data centers and offices will be using renewables since 2017.

global data centers and offices will be using renewables since 2017.
By Dr.Ali Fourkan
Google announced that it had purchased enough wind and solar power for its global electricity consumption each year. That means the search process servers that require Google Maps, Gmail or YouTube storage will only use clean energy. By 2015, 44% of the energy the company uses comes from renewable energy.
“It’s a long way, but we’re excited to finally get to the finish,” says Neha Palmer, director of energy infrastructure strategy for Google, to Mashable.
Google’s announcement comes at a time of uncertainty in the field of clean energy. President-elect Donald Trump has vowed to abolish restrictions on greenhouse gas emissions and instead promote fossil fuel production. He showed no small contempt for wind farms.
According to Nathan Serota, a senior analyst at Bloomberg New Energy Finance, if the Trump administration is delayed in environmental issues, companies must play a bigger role in the clean energy market in the United States. Gary Cook, an IT specialist for Greenpeace, says businesses should advocate policies that help build a cheaper, solar-powered wind farm.
For its part, Google says there is no plan to change its approach to clean energy under Trump. “We continue to run our business responsibly with the environment. We will maintain our value, including the purchase of clean energy, “Palmer said.
Clean Technology Firms
In particular, technology companies are buying more renewable energy for two main reasons. First, it benefits their business: US solar prices have fallen by 80% since 2012, while wind power prices have fallen 60% thanks to improved technology and design, financial costs lower and bureaucratic decreases. Wind and solar power are more competitive than traditional sources like gas or coal.
When buying power from wind or solar power projects, they usually sign long term deals with developers. Contracts offer fixed prices in 10 or 20 years, allowing the company to manage future costs and save on costs.
Google signed its first US renewable energy purchase in 2010 with a purchase of 114 megawatts from a wind farm in Iowa. Since then, the search giant has signed more than 17 wind power deals and two solar projects in six US states and six countries. Together, 20 projects produce 2,600 megawatts of clean energy, enough for all of Google’s worldwide direct operations. It does not include indirect electricity demand from third party producers.
The second cause is the goal of sustainable development. As the e-economy expands, digital companies must build more data centers around the globe. They face increased pressures from customers and environmental organizations to meet greater energy requirements, resulting from renewable energy rather than coal and gas emissions.
Since 2010, technology businesses account for about two-thirds of renewable energy transactions, according to the Rocky Mountain Institute environmental organization. According to Cook, “IT is leading the way in buying renewable energy.”
Cook is the lead author on Greenpeace’s “Click Clean” report on Internet business on environmental performance. In the 2015 report, Google was listed as “green innovator” while Amazon Web Services was considered “on the way” and Oracle was stuck in the “dirty energy past.”
Facebook scored pretty well in Greenpeace’s latest report after implementing a “fundamental upgrade in transparency” and encouraged Iowa facilities to invest billions of dollars in new farms through the construction of a data center in this state. Two other social media data centers – Clonee (Ireland) and Los Lunas (Mexico) – will be fully controlled by clean energy when completed.
Apple, one of Google’s biggest rivals, has made significant strides in clean energy. The iPhone maker in September said it would work with manufacturers to reduce carbon emissions from factories. Nearly all of its data centers, offices and retail stores use renewable energy. In August 2016, Apple was licensed by the federal government to sell clean electricity like Google in 2010.
This summer, Microsoft announced a new target: 50% of the power in the data center from clean energy in 2018 and 60% from renewables in the early 2020s.
At Salesforce, the goal is 100% clean energy for the global branch. To do this, the cloud computing company signed two major contracts with wind farms in Texas and West Virginia.
Suzanne DiBianca, head of charity at Salesforce, wrote in an email: “Looking at the future, businesses have the opportunity and responsibility to transform their energy systems so they are reliable, safe and clean.”
Google’s own efforts to buy wind and solar power create a precedent for many other businesses to follow. For example, Google recently teamed up with Duke Energy in North Carolina to build a 61 megawatt solar project, which runs a new data center in the state. As part of the deal, other companies in the region were also able to purchase electricity from the project without additional intermediary costs.
The writer: Teacher & Columnist
01611579267
dr.fourkanali@gmail.com  


Wednesday, May 17, 2017

দুর্বল হয়ে পড়ছে ব্যাংক’ স্বাস্থ্য

দুর্বল হয়ে পড়ছে ব্যাংক’ স্বাস্থ্য
আলী ফোরকান
বাড়ছে খেলাপি ঋণ। দুর্বল হয়ে পড়ছে ব্যাংক। জনগণের আমানত গ্রহণ করলেও তার সুরা দিতে পারছে না। ঋণ নিয়ে তা পরিশোধ না করায় ব্যাংকগুলোতে প্রতিনিয়ত খেলাপি ঋণ বাড়ছে। এর প্রভাব পড়ছে আমানত ও সুদের হারে। দুর্বল হয়ে পড়ছে ব্যাংকগুলোর স্বাস্থ্য। ২০১৬ সাল শেষে দেশের ব্যাংক খাতের খেলাপি ঋণ বেড়ে হয়েছে ৬২ হাজার ১৭২ কোটি টাকা। ২০১৫ সাল শেষে খেলাপি ঋণ ছিল ৫১ হাজার ৩৭১ কোটি টাকা। অর্থাৎ এক বছরে খেলাপি ঋণ বেড়েছে ১০ হাজার ৮০১ কোটি টাকা। যদিও ২০১৫ সালে খেলাপি ঋণ বেড়েছিল মাত্র ১ হাজার ২১৬ কোটি টাকা। (তথ্য সূত্র বাংলাদেশ ব্যাংক)। এর বাইরে প্রায় ৪২ হাজার কোটি টাকা ঋণ অবলোপন করা হয়েছে। যার মাধ্যমে এসব মন্দ ঋণ আর্থিক প্রতিবেদন থেকে মুছে ফেলা হয়েছে। এ ঋণ হিসাবে এলে খেলাপি ঋণ হতো ১ লাখ কোটি টাকার বেশি।
ব্যাংক-সংশ্লিষ্টরা বলছেন, বছরের শেষে আর্থিক হিসাব ভালো রাখতে ব্যাংকগুলো ঋণ পুনঃ তফসিল করেছে। মূলত শেয়ারধারীদের বেশি হারে লভ্যাংশ দিতেই খেলাপি কমানো হয়েছে। এ কারণে খেলাপি ঋণের প্রকৃত তথ্য প্রকাশ পায়নি। ফলে গত সেপ্টেম্বরের তুলনায় ডিসেম্বর শেষে খেলাপি ঋণ কিছুটা কমেছে। গত সেপ্টেম্বরে খেলাপি ঋণ ছিল ৬৫ হাজার ৭৩১ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর সালেহউদ্দিন আহমেদ একটি জাতীয় দৈনিকে স্বাক্ষাৎকারে বলেন, যেসব ঋণ দেওয়া হয়েছে তা আদায়ে উদ্যোগের বড় অভাব আছে। বড় ব্যবসায়ীদের কাছে ব্যাংকগুলো অর্থ আদায় করতে পারছে না। ঋণ পরিশোধ না করলেও তাদের কিছু করা যাচ্ছে না। তারা আবারও ঋণ সুবিধা পাচ্ছে। এর মধ্যে একটা দুষ্টচক্র গড়ে উঠেছে। কঠোর ব্যবস্থা নিয়ে খেলাপি ঋণ আদায় করতে না পারলে অন্যরাও ঋণ পরিশোধে আগ্রহ হারাবে। খেলাপি ঋণ বাড়তে থাকায় ব্যাংকগুলো ব্যয় সমন্বয় করতে আমানতের সুদের হার কমিয়ে আনছে। ঋণের সুদের হার কমানোর চাপ সামলাতেই আমানতের সুদ হার কমানো হচ্ছে। অথচ ৫ বছর আগেও এই সুদের হার ছিল ১২-১৪ শতাংশ। বর্তমানে তা নেমে এসেছে ৫ শতাংশে। খাদ্যপণ্যের বর্তমান মূল্যস্ফীতিও এর চেয়ে বেশি, ৬ দশমিক ৫৩ শতাংশ। ফলে বিপাকে পড়েছেন সুদ আয়নির্ভর অল্প আয়ের গ্রাহকেরা। এ অবস্থায় কেন্দ্রীয় ব্যাংক থেকে আমানতের সুদ হার আর না কমানোর নির্দেশনা দেওয়া হয়েছে। ঋণের সুদের হার কমাতে খেলাপি ঋণ কমানোসহ ব্যবস্থাপনা দতা কমিয়ে আনতে বলা হয়েছে ওই নির্দেশনায়। সাবেক এ গর্ভনর বলেন, খেলাপি ঋণ বেড়ে যাওয়ায় ব্যাংকের মূলধনের ওপর আঘাত আসছে। এর ফলে ব্যাংকগুলো আমানতের সুদের হার কমিয়ে দিচ্ছে। অনেক ব্যাংক নতুন নতুন মাশুল আদায় করে আয় সমন্বয়ের চেষ্টা করছে। নতুন গ্রাহকেরাও ঋণ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। আমানত ও ঋণ উভয় েেত্রই নেতিবাচক প্রভাব ফেলছে খেলাপি ঋণ। যার প্রভাব পড়ছে পুরো অর্থনীতিতে। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনের তথ্যমতে, রাষ্ট্রমালিকানাধীন সোনালী, রূপালী, অগ্রণী, জনতা, বেসিক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের খেলাপি ঋণ ২০১৬ সাল শেষে হয়েছে ৩১ হাজার ২৫ কোটি টাকা। ২০১৫ সালের শেষে ব্যাংক ৬টির খেলাপি ঋণ ছিল ২৩ হাজার ৭৪৫ কোটি টাকা। ২০১৫ সাল শেষে সোনালী ব্যাংকের খেলাপি ঋণ ছিল ৮ হাজার ১০০ কোটি টাকা, গত বছর শেষে তা বেড়ে হয়েছে ১০ হাজার ২২৯ কোটি টাকা। জনতার খেলাপি ঋণ ২ হাজার ৮২৯ কোটি টাকা থেকে বেড়ে হয়েছে ৪ হাজার ১৬৫ কোটি টাকা। রূপালী ব্যাংকের খেলাপি ঋণ ১ হাজার ৫৪৯ কোটি টাকা থেকে বেড়ে হয়েছে ২ হাজার ৭৯৩ কোটি টাকা। অগ্রণী ব্যাংকের খেলাপি ঋণ ৪ হাজার ২২৪ কোটি থেকে বেড়ে হয়েছে ৫ হাজার ৮৭৭ কোটি টাকা। বেসরকারি খাতের ৩৯টি ব্যাংকের খেলাপি ঋণ গত বছর শেষে হয়েছে ২৩ হাজার ৫৭ কোটি। ২০১৫ সাল শেষে তা ছিল ২০ হাজার ৭৬০ কোটি টাকা। বিদেশি ৯ ব্যাংকের খেলাপি ঋণ ২ হাজার ৪০৫ কোটি টাকা, ২০১৫ সাল শেষে যা ছিল ১ হাজার ৮৯৭ কোটি টাকা। বিশেষায়িত ২ ব্যাংকের খেলাপি ঋণ এখন ৫ হাজার ৬৮৪ কোটি টাকা। ২০১৫ সাল শেষে তা ছিল ৪ হাজার ৯৬৮ কোটি টাকা। অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) ভাইস চেয়ারম্যান ও ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বলেন, বছরের শেষ সময়ে সব ব্যাংকই খেলাপি ঋণ নিয়মিত করেছে। এ সময়ে নগদ আদায়ও ভালো হয়েছে। ফলে খেলাপি ঋণ সেপ্টেম্বরের তুলনায় কিছুটা কমেছে। তবে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, পুনর্গঠন ও পুনঃ তফসিল করা ঋণ আবারও খেলাপি হয়ে পড়ছে। এ ছাড়া নতুন করে নেওয়া ঋণও আদায় করা যাচ্ছে না। পাশাপাশি সরকারি-বেসরকারি খাতের ব্যাংকগুলোতে এখনো অনিয়ম চলছে। এ ছাড়া বিশেষ ব্যবস্থায় পুনর্গঠন করা ১৫ হাজার কোটি টাকার ঋণের কয়েকটি খেলাপি হয়ে পড়েছে। এ কারণে খেলাপি ঋণ বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ বলেন, ব্যাংকের খেলাপি ঋণ কমিয়ে আনতে জোরালো উদ্যোগ প্রয়োজন। বর্তমানে খেলাপি ঋণের ধাক্কা সামলিয়ে ব্যাংকের পে ওপরে ওঠা কঠিন হয়ে পড়েছে। অপর দিকে দেশে ুদ্র ও মাঝারি শিল্প খাতে বিতরণ করা ঋণের ২৩ হাজার ৩২৪ কোটি টাকা খেলাপি হয়ে গেছে। এ খাতে বিতরণ করা হয়েছে ১ লাখ ৭২ হাজার ৬৩৮ কোটি টাকা। খেলাপি ঋণের বড় অংশই সরকারি খাতের ব্যাংকগুলোর। এ হিসাব গত বছরের ডিসেম্বর পর্যন্ত। হিসাব মতে, সরকারি ব্যাংকগুলোর ৩০ হাজার ৩৬৮ কোটি টাকা ঋণের মধ্যে খেলাপি ১১ হাজার ৬৫৫ কোটি টাকা। বিদেশি ব্যাংকগুলো ২ হাজার ৪১৩ কোটি টাকা ঋণের খেলাপি ৭৯৯ কোটি টাকা এবং বেসরকারি খাতের ব্যাংকগুলোর ১ লাখ ৩২ হাজার ৯৫৩ কোটি টাকা ঋণের খেলাপি ১০ হাজার ৩১৫ কোটি টাকা। এ ছাড়া ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর ৬ হাজার ৯০৪ কোটি টাকা ঋণের মধ্যে খেলাপি হয়ে গেছে ৫৫৫ কোটি টাকা। এদিকে গত ডিসেম্বর পর্যন্ত হিসাবে দেখা গেছে, এসএমই ঋণের বড় অংশ গেছে ব্যবসা খাতে। ২০১৬ সালে বিতরণ হওয়া ঋণের মধ্যে ব্যবসা খাতে গেছে ৯০ হাজার ৫৪৮ কোটি। সারা দেশের ৫ লাখ ১৭ হাজার ২৯৯ প্রতিষ্ঠান এ ঋণ পেয়েছে। শিল্প খাতের ৬৪ হাজার ১২৫ প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে ৩৫ হাজার ১৬৯ কোটি টাকা ঋণ। আর সেবা খাতে দেওয়া হয়েছে ১৬ হাজার ২১৯ কোটি টাকা, বিভিন্ন অঞ্চলের ৫৩ হাজার ১৫০ প্রতিষ্ঠানকে এ ঋণ দেওয়া হয়েছে।সংশ্লিষ্ঠ সুত্র মতে, গত বছর সারা দেশের ৬ লাখ ৩৪ হাজার ৫৭৪ জন উদ্যোক্তা ঋণ পেয়েছেন। তাঁদের মধ্যে ১ লাখ ৪৬ হাজার ৫৪৮ জন নতুন উদ্যোক্তা। এসব উদ্যোক্তা পেয়েছেন ২৩ হাজার ৫৮৫ কোটি টাকার ঋণ। তবে একজন সাবেক ব্যাংকার ও বিশিষ্ট অর্থনীতিবিদের মতে, বর্তমান বাংলাদেশের আর্থিক খাত দৈন্যদশায়। শৃঙ্খলার বড় অভাব। আর তার প্রধান কারণ ব্যাংকিং খাতে মন্দঋণ। ঋণের বিরাট অংশ আবার কতিপয় পরিবার বা ব্যবসায়ী গ্রুপের কাছে কুগিত।  ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা থেকে তিনি বলেন, ব্যাংকিং খাতে মন্দঋণের প্রধান কারণ: ঋণ ঝুঁকি পর্যালোচনা ও ব্যবস্থাপনায় দুর্বলতা। অভ্যন্তরীণ সুশাসনের অভাব। নেতৃস্থানীয় পদে দুর্বল লোকদের নিয়োগ। কেন্দ্রীয় ব্যাংকের নজরদারির অপর্যাপ্ততা এবং রাজনৈতিক দূরদর্শিতার অভাব বা রাজনৈতিক ভাবে দুষ্টের লালন আর শিষ্টের দমন। তাহার মতে,আশির দশকের শেষ দিকে বাংলাদেশে কাসিফাইড লোনের বিষয়টি আলোচনায় আসে। কিছুকাল পর ঋণ পুনঃতফসিলীকরণ বিষয়টিরও যাত্রা। এটি শুরু হয় আপত্কালীন সময়ে বিশেষ একটি খাতকে দুর্যোগ থেকে রা করার উদ্দেশ্যে। সাধারণত উদ্যোক্তাকে দুঃসময়ে টিকিয়ে রাখতেই এ ঋণ পুনঃতফসিলীকরণের ব্যবস্থা করা হতো।
আর্ন্তজাতিক কিংবা অভ্যন্তরীণ অর্থনৈতিক দুঃসময়ে একটি বিশেষ খাত কিংবা গোষ্ঠীকে বিশেষ ব্যাংকিং সুবিধা দিতে ঋণ পুনঃতফসিলীকরণ সুবিধা দেয় বিভিন্ন দেশ। অতীতে বিভিন্ন সময়ে দেখা গেছে, চলতি ঋণ কিংবা মেয়াদি ঋণ পুনঃতফসিলীকরণ করা হয়েছে। আমাদের ইতিহাস বিশ্লেষণে দেখা যায়, অনেক উদ্যোক্তার নিজেদের পুঁজি ছিল না। তারা চলতি মূলধন অথবা ঋণ সংগ্রহ করেছেন বিভিন্ন ব্যাংক থেকে। পরবর্তীকালে এ চলতি মূলধন কিংবা ঋণ পরিশোধ করতে পারেননি এবং সেটাকে ব্যবসায় প্রাথমিক পুঁজি হিসেবে ব্যবহার করেছেন। এমন প্রবণতা ভারতসহ অন্যান্য বিকাশমান দেশ যেমন ইন্দোনেশিয়া, তাইওয়ান কিংবা সিঙ্গাপুরেও দেখা যায়। এমনকি উত্তর আমেরিকার দেশগুলোয়ও এ অবস্থা ছিল একসময়। চলতি ঋণ পরবর্তীকালে ইন্সটলমেন্ট লোনে রূপান্তর করে কিংবা ব্লকড অ্যাকাউন্টে ট্রান্সফার করে ধীরে ধীরে পরিশোধ করেছেন উদ্যোক্তারা।
সামপ্রতিক সময়ে রাজনৈতিক অর্থনৈতিক উত্থান-পতনে বিভিন্ন খাত ও ব্যক্তি বিপদে পড়েছে। এখন তাদের সাহায্য করতে এগিয়ে এসেছে বাংলাদেশ ব্যাংক ও সরকার। আগে এর নাম ছিল রি-শিডিউলিং। বলা হতো, আমরা চাই না পাঁচ বছরের বেশি কোনো ঋণ পুনঃতফসিলীকরণ হোক। শর্ত থাকত মরিটরিয়াম পিরিয়ড কখনো ছয় মাস বা এক বছরের বেশি হতে পারবে না। এর ভালো দিক ভোগ করেছেন সামান্য ক’জন ব্যবসায়ী। অধুনা একটি নির্দেশে অবশ্য বলা হয়েছে, ২০১৩ সালের আগের কোনো ঋণকে পুনঃতফসিলীকরণ করা যাবে না।
সেখানে এও বলা হয় যে, ২০১৩ সালের রাজনৈতিক সহিংসতায় তিগ্রস্তদের এ সুযোগ দেওয়া হবে। কিন্তু কিছু েেত্র আমরা এর অপব্যবহার দেখেছি। যারা প্রকৃত অর্থে তিগ্রস্থ হয়েছিল, তাদের বেশির ভাগই এ সুযোগ পায়নি বলে অভিযোগ রয়েছে। যে খাত বা ব্যক্তির সুযোগ পাওয়ার কথা, তারা পায়নি। বলতে দ্বিধা নেই, দুর্বল সুশাসন, প্রভাবশালীদের দৌরাত্য এবং রাজনৈতিক পপাতিত্বের কারণে এটা হয়েছে। এ শুধু বাংলাদেশের চিত্র নয়। পার্শ্ববর্তী ভারত কিংবা পাকিস্থানেও একই অবস্থা দেখা যায়।
২০০২ সালে বাংলাদেশ ব্যাংক ভারতের ‘করপোরেট রিস্ট্রাকচারিং’ গাইড লাইনের আলোকে তা করার সময় এটি স্পষ্ট হয়েছিল যে, ঋণ পুনঃতফসিলীকরণকে দীর্ঘ সময়ে কার্যকর হিসেবে প্রতিষ্ঠিত করা যাচ্ছে না। প্রয়োজন বেইলআউট। অনেক ব্যবসায়ী আটকে গেছেন। দুর্বল সিকিউরিটি, দুর্বল ব্যবসায়িক পদ্ধতি, ব্যবসায়িক অসামঞ্জস্য, আমদানিকৃত পণ্যের েেত্র লাভবান না হওয়াসহ নানা কারণে তিগ্রস্ত হয়েছেন তারা। ঋণের শর্তগত দুর্বলতার কারণেও অনেক েেত্র এমনটা হয়েছে। দেখা গেছে, কোনো বিনিয়োগে ঋণ পরিশোধে সময় লাগবে পাঁচ বছর, কিন্তু ব্যাংকের শর্ত ছিল তিন বছরে তা পরিশোধ করতে হবে। সেেেত্র ঋণগ্রহীতা শর্ত মেনে ঋণ নিয়েছে প্রয়োজনের তাগিদে। কারণ টাকা দরকার ছিল জরুরি ভিত্তিতে। পরবর্তীকালে দেখা গেল, পাঁচ বছরের নিচে টাকা আসা সম্ভব নয়। অবকাঠামো উন্নয়নের কথাই বিবেচনায় নেওয়া যাক। এসব প্রকল্পে ব্রেক ইভেনে আসতে দীর্ঘ সময় প্রয়োজন। এমনকি প্রকল্প বাস্তবায়ন করতে লেগে যায় কয়েক বছর। তখন ঋণ পুনঃতফসিলীকরণ নিয়ে আলোচনা শুরু হয়। বিভিন্ন দেশের আলোকে ইন্টারনাল ক্যাশ জেনারেশনের ভিত্তিতে অর্থাৎ অভ্যন্তরীণ নগদ অর্থ প্রবাহের ওপর ভিত্তি করে ব্যবসায়ীদের ঋণ পুনর্গঠনের সুযোগ দেওয়ার দাবি উঠতে থাকে। চীন, ভারত, মেক্সিকো এমনকি ইউরোপের গ্রিস, পর্তুগাল, ইতালির মতো দেশগুলোতেও অভ্যন্তরীণ নগদ প্রবাহ বিবেচনা করা হয় ঋণ পুনর্গঠনের সময়। পুনঃতফসিলীকরণের সময় নয়। প্রস্তাব করা হলো, প্রতিষ্ঠিত চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট প্রতিষ্ঠানকে দিয়ে কোম্পানিগুলোর স্থায়ী-অস্থায়ী সম্পদ ও নগদ অর্থপ্রবাহের জরিপ করা হোক। কেননা দেখা যাচ্ছে, বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান ঋণের অর্থ অন্যান্য খাতেও বিনিয়োগ করেছে। এক খাতের কথা বলে ভিন্ন খাতে বিনিয়োগের ঘটনাও ঘটেছে। ব্যাংকঋণের অর্থে জমি কিনেছে কিংবা ভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান করেছে অথবা ব্যাংক ব্যবসা শুরু করেছে। এটা শুধু নতুন নয়টি ব্যাংকের েেত্রই হয়েছে, তা নয়। ১৯৮২ সালে যখন প্রথম প্রাইভেট ব্যাংক প্রতিষ্ঠার অনুমতি দেওয়া হয়, তখনো হয়েছে। ১৯৯৫ সালেও হয়েছে। এগুলো আমাদের দুর্বল ঋণ ব্যবস্থাপনার একটি উদাহরণ। পত্রিকান্তরে খবর বেরিয়েছিল, আলোচ্য ঋণ পুনর্গঠনের সুবিধার ফলে ৩৩টি ব্যবসাপ্রতিষ্ঠান ও ব্যবসায়ী গোষ্ঠী উপকৃত হচ্ছে। যাদের অনেকেরই নানা সমস্যা রয়েছে। তারা তাদের গৃহীত ঋণের উদ্দেশ্য প্রমাণে সম হয়েছে বটে; তবে তাদের কারণে কতক নৈতিক স্খলনও দেখা দিয়েছে। বাংলাদেশে যারা ভোগ্যপণ্য ও প্রক্রিয়াজাত পণ্য আমদানি-রফতানির সঙ্গে জড়িত। তাদের অনেকেই বছরে ৫ থেকে ১০ হাজার কোটি টাকা লেনদেন করছেন। তাদের অনেকেই আবার নামে-বেনামে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানেরও মালিক। তারা বিভিন্ন নামে নিজ ও অন্যান্য ব্যাংকের টাকা নিয়ে কোম্পানির কষ্ট কমিয়ে আনতে পারছেন। বাজারে এভাবেই কৃত্রিম সমস্যার সৃষ্টি হচ্ছে। এ প্রতিযোগিতায় প্রকৃত ব্যবসায়ীরা তিগ্রস্থ হচ্ছেন। যারা আর্ন্তজাতিকভাবে প্রতিষ্ঠিত হতে চাইছেন, তারাও তিগ্রস্থ হচ্ছেন।
আরেকটি নৈতিক স্খলনের দিক হলো, আমরা বেশিরভাগ েেত্র তাদেরকেই ঋণ পুনর্গঠনে সাহায্য করেছি। যাদের সে যোগ্যতা বা উপযুক্ততা ছিল না। এদের অনেকেই প্রভাব খাটিয়ে নামে-বেনামে ঋণ নিয়েছে এবং প্রস্তাবিত খাতে বিনিয়োগ করেনি। টাকা বিদেশে পাচার করছে। ঋণের টাকা দিয়ে স্থায়ী সম্পদ বানিয়েছে বলে অভিযোগ রয়েছে। ব্যাংককে অর্থ পরিশোধ করেনি। তারা ঋণখেলাপি হলেও বাংলাদেশের প্রচলিত আইনে তাদের বিচার নিশ্চিত হয়নি।
তৃতীয় নৈতিক স্খলন হলো, সরকারের ওপর একটি প্রেসার গ্রুপ আছে। যারা ‘প্রশাসনভিত্তিক সরকার’ পরিচালনা করতে সহায়তা করছে। সরকারও তাদের হাতে রাখার চেষ্টা করছে। বিভিন্ন প্রয়োজনে, অপ্রয়োজনে, নৈতিক কিংবা কিছুটা অনৈতিক উপায়ে তাদের হাতে রাখার চেষ্টা করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনরকে বলতে শুনেছি। তিনি এসব বড় প্রতিষ্ঠান এবং গোষ্ঠীর চাপে আছেন। আমরা এ অবস্থা দেখতে চাই না। প্রশ্ন উঠছে, তবে কি আমরা ঋণখেলাপিদের প্রণোদনা দিচ্ছি? যদি তা দেই, তাহলে আর্থিক খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা সম্ভব হবে না। এেেত্র বাংলাদেশের কিছু বড় ব্যবসায়ী গোষ্ঠী এ সুবিধা পাচ্ছে এবং তারা সংশ্লিষ্ঠ ব্যবস্থাকে অনৈতিকভাবে নিয়ন্ত্রণ করছে। অবশিষ্ট ব্যবসায়ীদের কাছে আমাদের কী নির্দেশনা থাকবে?
দারিদ্র্য বিমোচনে বিনিয়োগ। কর্মসংস্থান এবং দারিদ্র্য নিরসন মডেলকে বাস্তবায়ন করতেই হবে। তবে এটা করতে গিয়ে আমরা যেন বিশেষ কোনো গোষ্ঠীর কাছে নতজানু না হই। সেটাও খেয়াল রাখতে হবে। পাশাপাশি ব্যাংকিং টুলসকে সমুন্নত রাখতে হবে। ব্যাংককে ব্যাংকিং অস্ত্র ব্যবহার করার সুযোগ দিতে হবে। এেেত্র প্রশ্ন উঠছে, সোনালী ব্যাংক কেন হলমার্ক কেলেঙ্কারির সময় ব্যাংকিং টুলস না ব্যবহার করে গেল দুদকের কাছে। তারা কেন হলমার্কের সঙ্গে আলোচনা করল না? স্থায়ী সম্পদ, নগদ অর্থের প্রবাহ ও আর্থিক লেনদেন বিবেচনাপূর্বক ডাউনপেমেন্ট নির্ধারণ কেন করা হলো না? হলমার্কের ঋণ অবশ্যই পুনর্গঠন করা যেত।
মাঠপর্যায়ে পর্যালোচনায় দেখা গেছে, ঋণের বিপরীতে কোনো সিকিউরিটি নেই। ঋণ পুনর্বিন্যাস করতে গিয়ে জটিলতা দেখা দিয়েছে। একই ব্যবসায়ীর কিছু ব্যাংকে সিকিউরিটি বেশি রয়েছে। আবার কিছু ব্যাংকে কম। এটিও অ্যাডজাস্ট করা যাচ্ছে না। যাদের অতিরিক্ত সিকিউরিটি আছে, তারা আবার ভাগাভাগি করতে চান না। ব্যবসায়ী বা ঋণগ্রহীতারা সম্পদ বিক্রি করে ঋণ পরিশোধ করতে চাইছেন না। কারণ জমির বা তার কেনা সম্পত্তির মূল্য এখন কমে গেছে বা তারা ভবিষ্যতে আরো দাম বাড়ার আশায় অপো করছেন। তৃতীয় আরেকটি সমস্যা হলো, অনেকে নন-কোর ব্যবসার দায়িত্ব দিয়েছেন আত্মীয়দের। তারা এখন সেটি ছাড়তে চাইছেন না। আবার চালাতেও পারছেন না। চতুর্থ সমস্যা হলো, ব্যবসায়িক উত্তরাধিকার। বর্তমান উদ্যোক্তা মারা গেলে কে ব্যবসার হাল ধরবেন? অনেক বড় বড় কোম্পানির েেত্র এ দুশ্চিন্তা রয়েছে। কোম্পানিগুলো মূলত একক ব্যক্তিনির্ভর হয়ে পড়ছে।
একটা সময় লালবাগের হাঁসমার্কা নারকেল তেলের বেশ প্রচলন ছিল। তারা কিন্তু ম্যারিকোর ‘প্যারাসুট’ কিংবা স্কয়ারের ‘জুঁই’-এর কাছে প্রতিযোগিতায় হেরে গেছে। এটি হয়তো তাদের ব্যবসায়িক ব্যর্থতা নয়। সামাজিক বিবর্তনে তারা ব্যর্থ হয়েছে। তাল মেলাতে পারেনি আধুনিক বিপণন ব্যবস্থার সঙ্গে। এমনকি নিত্যনতুন কৌশলের সঙ্গে। এভাবে অন্য অনেক ব্যবসাও হারিয়ে গেছে। এসব দিক বিবেচনায় বলতে হয়, ঋণ পুনর্গঠনের জন্য সুশাসন এবং আইনের শাসন নিশ্চিত করাও প্রয়োজন। সেেেত্র সঠিক ব্যক্তি বা প্রতিষ্ঠান ঋণ পাচ্ছে কিনা, তা নিশ্চিত করতে হবে। ঋণ সঠিক খাতে বিনিয়োগ হচ্ছে কিনা, তাও নিশ্চিত করা জরুরি। নিয়ন্ত্রক সংস্থাগুলোকে আরো কঠোর হতে হবে এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। শুধু অর্থ মন্ত্রণালয় বা কেন্দ্রীয় ব্যাংককে দায়ী করলে মূল সমস্যাটি অনালোচিত  থেকে যাবে। আমাদের কেউ কেউ অবশ্যই বাণিজ্য-বান্ধব কৃষিব্যাংক বা কৃষক-বান্ধব  কেন্দ্রীয় ব্যাংকের পরিণতি ভুলে যাননি।
 লেখক: গবেষক ও কলামিষ্ট
০১৬১১৫৭৯২৬৭


Thursday, May 4, 2017

Cigarettes and Other Tobacco Products

Cigarettes  and Other Tobacco Products
By Dr. Ali Fourkan
What is tobacco?
Tobacco is a plant grown for its leaves, which are dried and fermented before being put in tobacco products. Tobacco contains nicotine, an ingredient that can lead to addiction, which is why so many people who use tobacco find it difficult to quit. There are also many other potentially harmful chemicals found in tobacco or created by burning it.
How do people use tobacco?
People can smoke, chew, or sniff tobacco. Smoked tobacco products include cigarettes, cigars, bidis, and kreteks. Some people also smoke loose tobacco in a pipe or hookah (water pipe). Chewed tobacco products include chewing tobacco, snuff, dip, and snus; snuff can also be sniffed.
How does tobacco affect the brain?
The nicotine in any tobacco product readily absorbs into the blood when a person uses it. Upon entering the blood, nicotine immediately stimulates the adrenal glands to release the hormone epinephrine (adrenaline). Epinephrine stimulates the central nervous system and increases blood pressure, breathing, and heart rate. As with drugs such as cocaine and heroin, nicotine increases levels of the chemical messenger dopamine, which affects parts of the brain that control reward and pleasure. Studies suggest that other chemicals in tobacco smoke, such as acetaldehyde, may enhance nicotine’s effects on the brain.
What are other health effects of tobacco use?
Although nicotine is addictive, most of the severe health effects of tobacco use comes from other chemicals. Tobacco smoking can lead to lung cancer, chronic bronchitis, and emphysema. It increases the risk of heart disease, which can lead to stroke or heart attack. Smoking has also been linked to other cancers, leukemia, cataracts, and pneumonia. All of these risks apply to use of any smoked product, including hookah tobacco. Smokeless tobacco increases the risk of cancer, especially mouth cancers.
Electronic Cigarettes
Electronic cigarettes, or e-cigarettes, are battery-operated devices that deliver nicotine with flavorings and other chemicals to the lungs in vapor instead of smoke. E-cigarette companies often advertise them as safer than traditional cigarettes because they don't burn tobacco. But researchers actually know little about the health risks of using these devices. Read more about e-cigarettes in our Electronic Cigarettes (e-Cigarettes) DrugFacts.
Pregnant women who smoke cigarettes run an increased risk of miscarriage, stillborn or premature infants, or infants with low birth weight. Smoking while pregnant may also be associated with learning and behavioral problems in exposed children.
People who stand or sit near others who smoke are exposed to secondhand smoke, either coming from the burning end of the tobacco product or exhaled by the person who is smoking. Secondhand smoke exposure can also lead to lung cancer and heart disease. It can cause health problems in both adults and children, such as coughing, phlegm, reduced lung function, pneumonia, and bronchitis. Children exposed to secondhand smoke are at an increased risk of ear infections, severe asthma, lung infections, and death from sudden infant death syndrome.
How does tobacco use lead to addiction?
For many who use tobacco, long-term brain changes brought on by continued nicotine exposure result in addiction. When a person tries to quit, he or she may have withdrawal symptoms, including:
irritability
problems paying attention
trouble sleeping
increased appetite
powerful cravings for tobacco
How can people get treatment for nicotine addiction?
Both behavioral treatments and medications can help people quit smoking, but the combination of medication with counseling is more effective than either alone.
The U.S. Department of Health and Human Services has established a national toll-free quitline, 1-800-QUIT-NOW, to serve as an access point for anyone seeking information and help in quitting smoking.
Government Regulation of Tobacco Products
On May 5, 2016, the FDA announced that nationwide tobacco regulations now extend to all tobacco products, including:
e-cigarettes and their liquid solutions
cigars
hookah tobacco
pipe tobacco
This ruling includes restricting sale of these products to minors. For more information, see the FDA's webpage, The Facts on the FDA's New Tobacco Rule.
Behavioral Treatments
Behavioral treatments use a variety of methods to help people quit smoking, ranging from self-help materials to counseling. These treatments teach people to recognize high-risk situations and develop strategies to deal with them. For example, people who hang out with others who smoke are more likely to smoke and less likely to quit.
Nicotine Replacement Therapies
Nicotine replacement therapies (NRTs) were the first medications the U.S. Food and Drug Administration (FDA) approved for use in smoking cessation therapy.
Current FDA-approved NRT products include chewing gum, transdermal patch, nasal sprays, inhalers, and lozenges. NRTs deliver a controlled dose of nicotine to relieve withdrawal symptoms while the person tries to quit.
Other Medications
Bupropion (Zyban®) and varenicline (Chantix®) are two FDA-approved non-nicotine medications that have helped people quit smoking. They target nicotine receptors in the brain, easing withdrawal symptoms and blocking the effects of nicotine if people start smoking again.
Can a person overdose on nicotine?
Nicotine is poisonous and, though uncommon, overdose is possible. An overdose occurs when the person uses too much of a drug and has a toxic reaction that results in serious, harmful symptoms or death. Nicotine poisoning usually occurs in young children who accidentally chew on nicotine gum or patches used to quit smoking or swallow e-cigarette liquid. Symptoms include difficulty breathing, vomiting, fainting, headache, weakness, and increased or decreased heart rate. Anyone concerned that a child or adult might be experiencing a nicotine overdose should seek immediate medical help.
Points to Remember
Tobacco is a plant grown for its leaves, which are dried and fermented before being put in tobacco products. Tobacco contains nicotine, the ingredient that can lead to addiction.
People can smoke, chew, or sniff tobacco.
Nicotine acts in the brain by stimulating the adrenal glands to release the hormone epinephrine (adrenaline) and by increasing levels of the chemical messenger dopamine.
Tobacco smoking can lead to lung cancer, chronic bronchitis, and emphysema. It increases the risk of heart disease, which can lead to stroke or heart attack. Smoking has also been linked to other cancers, leukemia, cataracts, and pneumonia. Smokeless tobacco increases the risk of cancer, especially mouth cancers.
Secondhand smoke can lead to lung cancer and heart disease as well as other health effects in adults and children.
For many who use tobacco, long-term brain changes brought on by continued nicotine exposure result in addiction.
Both behavioral treatments and medication can help people quit smoking, but the combination of medication with counseling is more effective than either alone.
Nicotine overdose is possible, though it usually occurs in young children who accidentally chew on nicotine gum or patches or swallow e-cigarette liquid.
Anyone concerned that a child or adult might be experiencing a nicotine overdose should seek immediate medical help. 
Learn More
For more information about tobacco products and nicotine, visit our Tobacco/Nicotine webpage.
For more information about how to quit smoking, visit smokefree.gov.
This publication is available for your use and may be reproduced in its entirety without permission from the NIDA. Citation of the source is appreciated, using the following language: Source: National Institute on Drug Abuse; National Institutes of Health; U.S. Department of Health and Human Services.
The  Writer Teacher & Columnist
8801611579267
Dr.fourkanali@gmail.com



NASEM Report:Removing Barriers to Cannabis Research

NASEM Report:Removing Barriers to Cannabis Research
By Dr.Ali Fourkan
Last month, the National Academies of Science, Engineering, and Medicine (NASEM) released a major new report on the health effects of cannabis and its constituent compounds, based on a comprehensive assessment of research conducted since 1999. The National Academy of Medicine, formerly the Institute of Medicine (IOM), is a nonprofit organization of medical and health professionals whose reports provide independent research reviews and recommendations on pressing issues in the field. The Health Effects of Cannabis and Cannabinoids is its first report on the subject since 1999, when (as the IOM) the organization reached the conclusion that "accumulated data indicate a potential therapeutic value for cannabinoid drugs, particularly for symptoms such as pain relief, control of nausea and vomiting, and appetite stimulation."
The new report is based on reviews of research on both the cannabis plant itself and its constituents, but its conclusions are substantially similar to the 1999 report: While cannabis use, particularly smoked cannabis, poses some long-term health and safety risks, there is evidence that cannabis or cannabinoids can treat certain medical conditions, which include nausea and vomiting from chemotherapy, spasticity from multiple sclerosis, and pain. However, most research to date on the therapeutic potential of cannabinoids has studied individual cannabinoid chemicals, especially delta-9-tetrahydrocannabinol (THC) and cannabidiol (CBD). And while the full report is highly detailed and provides appropriate caveats for the limitations of the research, I have concerns that the report summary and press coverage may give the impression that the findings apply equally to the cannabis plant ("medical marijuana") and to the cannabinoid formulations that have undergone rigorous clinical trials. In addressing potential therapeutic benefits of the cannabis plant and its constituents, it is important to explicitly identify the cannabinoid tested to avoid mistakes such as ascribing the potential antiepileptic effects of CBD to "marijuana," which usually contains less than 1 percent of this cannabinoid.
Even the existing evidence on cannabis and cannabinoids for pain, rated as "strong" in the NASEM report, is based on research with limitations. For studies using the cannabis plant (5 total), the sample sizes were small, studies were short (with duration under 2 weeks, which is too short to assess effectiveness for chronic pain), and they were subject to problems with blinding. The strongest evidence comes from studies with isolated cannabinoid compounds (e.g., THC), not the whole plant. Nevertheless, there are modest but consistent positive findings reported for treating certain types of pain with cannabis, suggesting a promising area for further therapeutic development. 
"Medical marijuana" that has any appreciable THC content may have notable adverse side effects, including impairment of judgment and motor function and the risk of addiction. Unfortunately, there are currently no consistent quality controls, no assurances that patients are informed about side effects, and unclear recommendations about dosing and route of administration. It is important for people to understand the range of effects produced by cannabis as they weigh the risks and benefits for treating their health conditions with products from state dispensaries.
Regarding long-term psychosocial and mental health risks of marijuana use, the report largely supports the conclusion that use during adolescence is associated with various adverse outcomes and that it is associated with increased risk of psychosis and psychotic disorder and can worsen symptoms of these disorders. The report also found that cannabis use is associated with an increased risk for developing substance dependence other than cannabis use disorder. However, it did not find evidence that cannabis use raises risk of depression, anxiety, or post-traumatic stress disorder (PTSD), and it found only moderate support for links between cannabis use and poor academic achievement and educational outcomes. The NIDA does not concur with the latter conclusion: While it is true that the available data cannot establish causality of these adverse outcomes, the statistical association is consistent, substantial, and dose-related, especially for early and heavy use.
Regarding physical health effects of marijuana use, the report found a lack of clear evidence for any link to heart attack or stroke and lack of an association with cancers of the lung, head, and neck. Our sister Institute, the National Cancer Institute, does not concur with the strength of that conclusion, since disentangling the effects of tobacco from cannabis can be challenging and some data do suggest that a link to these cancers may exist. The report did find a link to low birth weight in babies born to mothers who used cannabis while pregnant but insufficient evidence at this point to draw strong conclusions on other childhood outcomes of prenatal exposure.
The NIDA strongly agrees with the report’s finding that there are impediments to performing quality research on cannabis and cannabinoids and that there is a need to address these impediments so that researchers can draw more confident conclusions. The report makes four major recommendations:
Address research gaps across the areas of basic and clinical research, policy, and public health and safety.
Identify strategies to improve the quality of research on cannabis, including better research standards and benchmarks.
Strengthen federal and state-based public health surveillance efforts to better track the effects of new policies.
Address regulatory barriers to cannabis research.
Although a single report could not hope to address all the complexities of cannabis, cannabinoids, and their health effects, NASEM is to be commended for tackling a massive and often contradictory literature and for making a strong case for the need for further research. We will have more confident conclusions about this drug's benefits and its harms only when it is easier for qualified researchers across the country to do high-quality research.
The  Writer Teacher & Columnist
8801611579267
Dr.fourkanali@gmail.com




2017 Pulitzer Prizes awarded for work on U.S. election, PH war on drugs

2017 Pulitzer Prizes awarded for work on U.S. election, PH war on drugs
By Dr.Ali Fourkan
The 101th edition of the awards comes with the US news media under assault from the White House
Bottom of Form
Work that challenged US President Donald Trump during the country's divisive election campaign, the Panama Papers, as well as images on the Philippines' deadly war on drugs were honored with Pulitzer Prizes, the most prestigious awards in US journalism, on Monday, April 10.
The 101th edition of the awards, announced at Columbia University in New York, came with the US news media under assault from the White House for peddling "fake news" critical of the administration, and after the press took a bashing for failure to predict Trump's election.
David Fahrenthold of The Washington Post won the national reporting award for what the board called "a model for transparent journalism" that cast doubt on Trump's assertions of charitable generosity.
Fahrenthold investigated not only Trump's claims of charitable giving but also disclosed that the Republican presidential candidate had boasted in crude terms about groping women in a 2005 videotape.
While on the campaign trail seeking the Republican nomination, Trump said he had raised $6 million for veterans, but stopped distributing the money having given out just a little more than $1 million. 
Journalism during the campaign was also honored with the Pulitzer for commentary going to Peggy Noonan of The Wall Street Journal for what the board called "beautifully rendered columns that connected readers to the shared virtues of Americans during one of the nation's most divisive political campaigns."
The coveted Public Service medal went to tabloid the New York Daily News and investigative news site ProPublica for uncovering official abuse of eviction rules that ousted hundreds of mostly poor minorities from their homes.
There were a total of 21 categories in journalism, arts and letters.
Cornerstone of democracy
"The prizes represent the core values of two realms: independent inquiry into public affairs, and creativity and scholarship in telling the story of America," said Pulitzers administrator Mike Pride.
In his introduction he said the winning journalism included reporting that challenges "powerful politicians and institutions" and exposed "systematic abuse of people with little hope of defending themselves."
The New York Times won the international reporting award for "agenda-setting" coverage of Vladimir Putin's efforts to project Russian power abroad, including assassinations and online harassment.
Russian attempts to sway the US election in favor of Trump are the object of an investigation by lawmakers in the US Congress.
Freelance photographer Daniel Berehulak won for breaking news photography for images published in The New York Times illustrating the Philippines' war on drugs.
Pride challenged perceived wisdom that newspapers are in decline, hard hit by  falling readership and advertising revenue, saying US reporting was in the midst of a digital-age revolution.
"Because journalists deliver uncomfortable truths they will always be easy targets for criticism," Pride said. "But you only have to pause to consider societies where journalism is suppressed to realize even with its flaws, a vigorous free press remains a cornerstone of democracy. It is truly an ally of the American people," he added.
"I'm not going to offer any kind of opinion about the political scene other than that to say that journalists just need to keep plugging and keep doing what they're doing," Pride later told reporters.
Violence, prisons, slavery
Other domestic US awards went to the East Bay Times of Oakland, California for breaking news, for covering a warehouse party fire that killed 36 people and exposing failures that might have prevented it.
The New York Times' C.J. Chivers won the feature writing award for showing a Marine's postwar descent into violence.
The Chicago Tribune won the Pulitzer for feature photography for portraying a 10-year-old boy who survived a shooting and his mother.
The Charleston Gazette-Mail won the investigative reporting award for coverage of opioids in West Virginia.
The International Consortium of Investigative Journalists, McClatchy and the Miami Herald won the explanatory award for an investigative series on the Panama Papers, exposing the global extent of offshore tax havens.
The Salt Lake Tribune won for local reporting for exposing cruel treatment meted out to sexual assault victims at Brigham Young University in Utah.
The Pulitzer for fiction went to Colson Whitehead for slavery novel The Underground Railroad. Heather Ann Thompson won in the history category for History Blood in the Water: The Attica Prison Uprising of 1971 and Its Legacy.
The award for biography went to New York-born Libyan writer Hisham Matar for The Return: Fathers, Sons and the Land in Between. – Rappler.com
The  Writer Teacher & Columnist
8801611579267
Dr.fourkanali@gmail.com




নদী বাচাঁন-দেশ বাচবে

নদী বাচাঁন-দেশ বাচবে 
  ফোরকান আলী 
নদীর সাথে মানুষের সম্পর্ক চিরকালের। জীবন-জীবিকা ও সভ্যতার অগ্রগতি ও ঘটেছে নদীর তীরে। সিন্ধু নদীর তীরে  সিন্ধু সভ্যতা। নীল নদের তীরে মিসরীয় সভ্যতা। রাইনের তীরে জার্মান সভ্যতা । ডনভ্যানুয়েবের তীরে রুশ সভ্যতা গড়ে উঠেছিল। বাংলাদেশের ও  প্রায় শহর, নগর, বাণিজ্য কেন্দ্র বিভিন্ন নদীর তীরে গড়ে উঠে। রাজধানী ঢাকা বুড়িগঙ্গা, নারায়ণগঞ্জ শীতল্যা, চট্টগ্রাম কর্ণফুলি, ময়মনসিংহ পুরাতন ব্রহ্মপুত্র নদীর তীরে গড়ে উঠে। বাংলাদেশের সাথেও নদীর সম্পর্ক নাড়ীর। নদীমাতৃক বাংলাদেশে ছোট-বড় ২৩০ টি নদ-নদী (৭০০ টি নদী-উপনদী) রয়েছে। যার ৫টি আর্š—জাতিক নদী।  আর ৫৭ টি ২ দেশে ভেদ করেছে। দেশের অধিবাসীদের জীবনযাত্রায় এ সব নদ-নদীর প্রভাব অত্যন্ত ব্যাপক। এদেশের জীবন ও অর্থনৈতিক উন্নয়নে এসব নদ-নদীর ভূমিকা অপরিসীম। বাংলাদেশের যে সব এলাকায় সড়ক ও রেলপথ নেই সেসব অঞ্চলে নদী পথই যোগাযোগ ও পরিবহনের একমাত্র মাধ্যম। কিন্তু মানুষ ও প্রকৃতির আচরণ নদীগুলোর জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।  একারণে দেশের ২৩০ টি নদ-নদীর (৭০০ টি নদী-উপনদী) বেশির ভাগই আজ মৃত-অর্ধমৃত । গত অর্ধ শতাব্দী পূর্বেও  দেশে বর্তমানের দ্বিগুণ নদী ছিল। এতথ্যই প্রমাণ করে বর্তমান প্রোপটে নদী বাঁচানো কতটা অপরিহার্য। 
নদী: বাংলাদেশের নদীমালা আমাদের গর্ব। বাংলাদেশের নদ-উপনদী সমম্বয়ে গড়ে উঠেছে বৃহৎ নদীব্যবস্থা। বাংলাদেশের নদ-নদীর মোট দৈর্ঘ প্রায় ২৪,১৪০ কিলোমিটার। তবে নদীর নামকরণের েেত্র কোন নীতিমালা অনুসরণ করা হয় না। প্রায় একই নদ-নদী,উপনদীর শাখা-প্রশাখার এলাকা ভেদে ভিন্ন  ভিন্ন নামে  ডাকা হয়। বিশেষত দেশের দণিাঞ্চলের নদ-নদীগুলো এত বেশি শাখা- প্রশাখায় বিভক্ত যে, এ গুলোকে আলাদা নামে চিহ্নিত করা সব েেত্র সম্ভব নয়। এ সমস্ত অসুবিধা সত্বেও দেশের নদী গুলোর এলাকাভিত্তিক তালিকা নিম্নে সংযোজিত হল।
রংপুর:  দুধকুমার, রাইডাক, ধরলা, তিস্তা, স্বাতি, বুড়িখোড়া-চিকি, খারভাজা, ঘাগট, যমুনেশ্বরী, আখির খারখারিয়া, বাসমাই, দেওনাই, চিকি, নীলকুমার, ভরোলা, গদাধর, সনকোশ, নোয়াডিহিং,  ডিসাঙ্গ, ডিখু, কালাঙ্গ, কাপিলি, তিতাস-গিরি, ব্রহ্মপুত্র । (২৫টি)
দিনাজপুর: পাথরাজ, তালমা, পুনর্ভবা, চেপা, টাঙ্গন, ডাহুক, ঘোড়ামারা, যমুনা, কোরাম, আত্রাই, কুলিকা, বড়াল, গর্ভেশরী, যমুনেশ্বরী, জলঢাকা, তোরসা, কল্যাণী, রাইদক। (১৮ টি)
রাজশাহী: ফকিরানী-বারানাই,শিব-বারানাই, মহানন্দা,পাগলা, মুসাখান, গঙ্গা, বারানাই, হোজা, গোদারি, গুমানি। (১০ টি)
পাবনা: গুর, বগুড়া-ইছামতি, বড়াল, হুরাসাগর, দূর্গাদহ, সুখদহ, বগুড়া (ইউসিয়াম), তালান । (৮ টি)
বগুড়া: করতোয়া, কথাকলি, বাঙালি, তুলসী গঙ্গা, ছোটো যমুনা, নসার, বাদল। (৭ টি)
ঢাকা:   বংশী, তুরাগ টঙ্গী খাল, বুড়িগঙ্গা, ধলেশ্বরী, কালীগঙ্গা, গাজীখাল, বানার, বালু, ল্যা, লৌহজং, ফুলদি, ভুবনেশ্বরী, কীর্তিনাশা বা শ্রীপুর, (শীতল্যা), ইছামতি, মালিক বাদের খাল, গাজাহাটার খাল, ইলশামারী। (১৮ টি)
ময়মনসিংহ:   ঝিনাই, আইমন, সুতিয়া, পুরাতন ব্রহ্মপুত্র, ঘরোটা নদী, সিমাহালি, নরসুন্দর, বোথাই, নিতারি, সোমেশ্বরী, কংশ, গুনাই, কাচামাটিয়া, পানকুরা, সাইদুল, মোগরা, রাংরা, খারমোরী, মহাদেব, যদুকাটা, ধানু, বোয়ালাই, শিরখালি, চেল্লাখালি, মতিচিক, চালহি, বংশাই, মানস, পুতিয়া, জিনজিরাম, সুবনফিরি, বলেশ্বর, ভোগাই, কংস, কউলাই, ধনু, সিলাই, খারমেনি। (৩৭ টি)
সিলেট:   সুরমা, পিয়াইন, সারি, গোয়াইন, বাগরা গাঙ, নওয়া গাঙ, শেওলা, ধামালিয়া, মনাই বড়দাল, জুরি, মনু, ধলাই, লাংলা, (কারাঙ্গি), খোয়াই, সুতাং, কুশিয়ারা, মাধবপুর, মহাসিং, খাজাঞ্চি, ভট্টখাল, কালনি, জামালপুর, বরাবা, লভা, হরি, বোগাপানি, ধরিয়ানা, ধোয়াই, যদুকাটা, ধলা-ধলাই গাঙ, গোপলা-লাংলা, মোগাই-চলতি, রক্তি, পৈন্দা, ভেরা, মোহনা, ধনু-বৌলাই। (৩৬ টি)
কুমিল্লা:  তিতাস, গোমতি, ধনাগোদা,ডাকাতিয়া, দাপলা গঙি, হাওরা, কাঠালিয়া, সোনাই, তাটনুল, বুড়ী, কুলিয়াঝুরি, বাতাকান্দি, মরিচা, আরশি, গোপী, মারজোরা, ঘুঙ্গট, খেরুনদী, বৈজানী, পাগলী, শিরাই, চান্দিনা খাল, কাকড়ি, মালদা, অ্যান্ডারসন খাল, মতলব, উদনন্দি বা উদমধি, কাগনি, হরিমঙ্গল, কুরুলিয়া, জায়দিন্দ, সোনাইমুড়ি, হন্দাচেরা, জাঙ্গালিয়া, দুরদুরিয়া, বুড়িগঙ্গা বা বিজয়গঙ্গা, কালাডুমুরিয়া, বুড়িগাঙ, বিজয়পুর খাল, চৌদ্দগ্রাম খাল,ন লিয়া, বিজলী, ঘুঙ্গর। (৪৪ টি)
নোয়াখালী:  মধুখালি, রহমতখালি খাল, মুহুরী, ছোটো ফেনী, সিলোনিয়া, ফেনী, ভুলুয়া, হাতিয়া, আতিয়াবারি খাল, কালির কাল, পাটকাটা খাল, কথাকলি খাল, বাপারাশি খাল, গোয়ালখালি খাল,আত্রা খাল, হুরা খাল, গাহোযাতলি খাল, হালদা, ইছামতি। (১৯ টি)
চট্টগ্রাম:  হালদা, কর্ণফুলি, সাঙ্গু, মাতামুহুরী, বাকখালি, সাতাল খাল, ইছামতি, মুহুরী, কাবলং, রাখিয়াং, সত্তা, শিল্পা, তুইবাং, ককা, শ্রীমা, বোয়ালখালি, মগদাই, ডংখাল, নারায়ণগিরি, চিরিঙ্গা, ইছাখালি, কুরসাই, সিঙ্গুর গঙ্গা কাপ্তাই, রিগারি খিংর, চাঁদখালি, কুমিরাখালি,চেঙ্গি, মাইনি। (৩০ টি)
কুষ্টিয়া:  মাথাভাঙ্গা, গড়াই, জলাঙ্গি, মাগর খালি। (৪টি)
যশোর:  আপার ভৈরব, লোয়ার ভৈরব, চিত্রা, বেগবতী, নবগঙ্গা, চন্দনা, কপোতা, বারাসিয়া, খোলপেটুয়া, এলেংখালি, পানগুবি, কবা, কালীগঙ্গা, কাঠিপাতা, দড়াটানার খাল, মরিছোপ, চাঁদখোনি, পাংগানি, নাইনগত্র সমুদ্র, বড় পাঙ্গা, কুমার, বড় গাংদিয়াদহ, আমলা মদরপুর, ডাকোয়া, মরা গড়াই, বারাসিয়া, পালং, অত্রাই। (২৮ টি)
ফরিদপুর:  মধুমতি, কুমার, আড়িয়াল খাঁ, আতাই নদী, মাদারিপুর বিল রুট। (৫ টি)
খুলনা:   ভদ্রা, আঠারোবাঁকি, আলাইপুর খাল, খোলপেটুয়া, শিবসা, রূপসা, বলেশ্বর, গাসিয়াখালি, পশুর, আড়পাঙ্গাসিয়া, পাঙ্গানিয়া, ওড়াটামা, ইছামতি, নমুদ সমুদ্র, সোনাগাঙ্গ, ভাঙরা, কুঙ্গা, মালঞ্চ, সাতীরা,  সুতাখালী, রায়মঙ্গল, মারজাত, হরিণভাঙা, গলাঙ্গী, হরিপুর, সোনাইপুর, বুধহাটার গাঙ, ঢাকি, গালঘেমিয়া, উজীরপুর, কাটাখাল, গুচিয়াখালী, বদুরগাছা, ডেলুটি, মানস, কয়রা, আড়োয়াশিবসা, কালিন্দি, মজুদখালি খাল, আকরার খাল, মংলা, সোলা, পায়রা, আন্দ্রনমুখো, মুহুরী, মোদলা, হাড়িয়াভাঙা, গানগুবি, কচা, পাকাশিয়া, মৈয়ার গাং, কাবিপাতা, ঝাঁক, শিয়ালির খাল, নারায়ণখালী, কদমতলি, বাংরা, শীলা, কলাগাছিয়া, বাশঁতলী,সালখি, শাকবাড়িয়া, আলকি, মানিকদিয়া, চন্দেশ্বর, পানকুশি, বলেশ্বর, বলমার্জার বা মাঞ্জাল, কাগীবাগ, রামপাল। (৭১ টি)
বরিশাল:  বিষখালী, স্বরূপকাঠী বা সন্ধ্যা, বাবুগঞ্জ, হেমদা, লোহালিয়া, শাহবাজপুর, নয়াভাঙ্গা, রাজগঞ্জ, গণেশপুর, দুবালদিয়া, তোরকি বা তুর্কি, কীর্তনখোলা, ধরমগঞ্জ, ঝিলিনহা, মনকুঠা, মুলতানি, কারখোমা, আলগি, ধুলিয়া, গঙ্গালিয়া, বুড়িশ্বর, কালীগঙ্গা, হরিণঘাটা, পাতুয়া, তেঁতুলিয়া, ধলিয়া, নীলাশী, নবগঙ্গা, ভোলা, পাকাশিয়া, চন্দনা বা পাংশা, জাবনাসবাদ, বলেশ্বর, শশ্মানঘাট, মৈয়ারগাং, নয়া ভাঙনী, গৌরনদী, কালাবদর, মীরগামারী, কচা বা কোচা, লতা, ইলিশ বা ইলশা, কবাখালি, মধুমতি, আন্ধার মানিক, রাবণাবাদ বা পটুয়া, বুড়া গৌরাঙ্গ, বাকের গঞ্জ, আমতলা, ধানসিঁড়ি, সুগন্ধা, ঝালকাঠি, চালনা, এলেংখালি,  নলবিটি,  খরবোরাবাদ,  গলাচিপা। (৫৭ টি)
সুন্দরবন অঞ্চল:  বলেশ্বর, সুমতি, ছাপড়াখালি, বড় শেওলা, হরিণ চীনা, শরণখোলা, আমবাড়ে, চান্দেশ্বর, কাপা, কালিদা সঠকা, জাতো, মরা পশুর, ডাংমারি, বিলে, ছুতোরখালি, চলোবগি, হরমহল, বেড়ি-আদা, বাকির খাল, আড়-শিবসা, হড্ডা, মহিষে, ছাছোন হোগলা, মজ্জত, শাকবাড়ে সিঙ্গা, গোলখালি, কুকুমারি, কলাগাছি, ডোমরখালি, হংসরাগ, কাগা, নীলকমল, খেজুরদানা, সেজিখালি, বাইনতলা, বাঙ্গাবালী, দোবেকি, ফিরিঙ্গি, মানদো, কেওড়াসুতি, বন্দো, ধকোলা, লতাবেড়ি, ভেটুইপাড়া, বালুইঝাঁকি, কালিকাবাড়ি, বেকারদোন, আন্ধার মানিক, ঝালে, পাটকোষ্টা, বাসে, গোলভকসা, ধানিবুনে, হরিখালি, মুনসার বেড়, পুস্পকাটি, গঙ্গাসাগর, কালী লাই, বগী চেঁচানে, কুঁড়েখালি, ভূয়ের  দনে, কাঠেশ্বর, সোনারুপাকালি, দুধমুখ, লাঠিকারা, তেরকাটি, ধানঘরা, আড়বাসে, দণিচরা, সাপখালি, কদমতলি, বুড়ের ডাবুর, লক্ষ্মী পশুর, মানকি, আশাশুনি, তালতক্তা, ধ্বজিখালি, মন্ডপতলা, নেতোখালি, ভায়েলা, বাগানবাড়ি, ঝাড়াবাগনা, বগাউড়া, বক্্রখালি, চাইলতাবাড়ি, সিঙ্গড়তলি, মাথাভাঙ্গা, নারায়ণতলি, কইখালি, মথুরা, খাসিটানা, আগুনজ্বালা, ফুলঝুরি, মালাবগা, খামুরদানা, উবদে, গুবদে, সোনাইপাঁঠী, ধোনাইর গাঙ, কানাইকাঠি, মরিচঝাঁপি, নেতাই তালপাঁঠী, ধনপতি, রাগখালি, মুক্ত বাঙাল, আরিজাখালি, দুলোর টেক, যিনগিলি, বিবির মাদে, টেকাখালি, দেউর যাঁদে, চামটা কামটা, কুঞ্চে মাঠে, ব্যয়লা কয়লা, মাদার বাড়ে, বয়ার নালা, হানকে, ধনচের নদী, মূল্যে মেঘনা, বাইলো, বেতমুড়ি, বুড়িগোল্লি, চুনকুড়ি, মায়াদি, ফুলবাড়ি, তালতলি, আংরা কনা, গাড়ার নদী, বাদামতলি, ভুতের গাঙ, বৈকুন্ঠ হানা, করপুরো, ছায়া হলড়ি, আড়ভাঙা, তালকপাঁঠি, খেজুরে কুডূলে, ছোটো শেওলা, কাঁচিকাটা, দাইর গাঙ, বৈকিরি, জালঘাটা, ইলিশমারি, ঝালকি, সাতনলা, মকুরনি, হেলার বেড়, কালিন্দে, শাকভাতে, গোন্দা, পালা, তেরবেঁকী, তালবাড়ে, হেড় মাতলা, ভুড়ভুড়ে ছদনখালি, ফটকের দনে, ভরকুন্ডে, কেদাখালি, নওবেকি, কলসের বালি, পানির খাল, কুলতলি, বড়বাড়ে, মুকুলে, মধুখালি, পাশকাটি, গোছবা, ঘাট হারানো, গাবান্দারা, লোকের ছিপি, বাহার নদীপার, বড় মাতলা, পায়রা ঠুনী, কালবেয়ারা, ঢুকুনী, পারশে মারী। (১৭৭ টি)                            
নদী দখল:  জমি ও চর দখলের পাশাপাশি নদী দখলও চলে বাংলাদেশে। ঢাকা মহানগরী গডে উঠেছিল বুড়িগঙ্গা নদীর তীরে। ১৬০৮ সালেও এ নদীর ৬ টি শাখা নদী ছিল। কিন্তু আজ তার সবই চলে গেছে দখলদারদের গর্ভে। পত্রিকার রিপোর্ট মতে, ২৪৪ জন ভুমিদস্যু বুড়িগঙ্গার ৫০ একর দখল করে নিয়েছে। কর্ণফুলী, সুরমা,কীর্তনখোলা, করতোয়া, রূপসাসহ আরো ৭০ টি শহর সংলগ্ন ছোট-বড় নদী দখল হয়ে গেছে। রিপোর্টের তথ্যানুসারে ২ ল ভুমিদস্যু  দেশের বিভিন্ন নদ-নদীর বিরাট অংশ দখল করে আছে। দেশ নদীশুন্য মরুভূমিতে পরিণত হওয়ার উপক্রম হয়েছে। বর্তমান তত্ত্বাবধায়ক সরকার নদী উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। ইতিমধ্যে সফলতা ও অর্জন হয়েছে ।
নদী দূষণ: নদী শুধু দখলই নয়,দূষণের শিকারও। দেশের বেশির ভাগ নদী দূষণের কবলে পড়েছে। কৃষি জমিতে প্রচুর রাসায়ণিক সার প্রয়োগ  হচেছ। যা বৃষ্টি ও বন্যার পানিতে মিশে নদীতে গিয়ে পড়ছে। এক পরিসংখ্যানে দেখাযায়, শুধু ১৯৮০-৮১ অর্থ বছরেই ২৬ ল টন রাসায়ণিক সার ব্যবহৃত হয়েছে। বর্তমানে এর পরিমাণ ৩০ ল টন ছাড়িয়ে গেছে। পরিসংখ্যানর সুত্রমতে, দেশের ৬০ ভাগ মানুষ স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার করে না। এই বিশাল জনগোষ্ঠীর ত্যাগকরা মলমুত্রের শেষ গন্তব্য নদী। লঞ্চ, ষ্টীমার, ইঞ্জিনচালিত নৌকা থেকেও প্রচুর তেল নদীতে নি:সৃত হয়। অপরিকল্পিত পয়নিস্কাশন,নদীর পাশের বিভিন্ন শিল্প ইউনিট ও ট্যানারীর বর্জ্য নদীর পানিকে দূষিত করছে। গ্রামাঞ্চলের নদীগুলোর পরিণতিও ক্রমে ক্রমে একই দিকে যাচ্ছে। পরিবেশ অধিদপ্তর ১৭ টি নদীর ৩৮ টি স্থানের পানি পরীা করে দেখেছে যে, এসব নদীর পানি দূষিত ও ব্যবহারের অযোগ্য। নদী দূষণের কারণে পানিতে অক্্িরজেন, হাইড্রোজেন, কার্বন, নিকেল, সিলিকনসহ ১৬-২০ টি উপাদান হ্রাস পাচ্ছে। যা নদীতে জলজ উদ্ভিদ ও প্রাণীর বেঁচে থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এসব উপাদানের অভাবে নদীর বহু প্রজাতির মাছ ও জলজ উদ্ভিদ বিলুপ্ত হয়ে গেছে। নদীমাতৃক বাংলাদেশের অর্থনীতিকে বাঁচিয়ে রাখতে নদীভিত্তিক সমস্যার সমাধান করতে হবে দীর্ঘমেয়াদীভাবে। এদশের বেশিরভাগ মানুষের জীবন, জীবিকা  ও সার্বিক উন্নতি নির্ভর করে নদীর ওপর। একারণে নদী সমস্যাকে অত্যধিক গুরুত্ব দিতে হবে। কারণ দেশের নদী বাঁচলে, মানুষ বাঁচবে।