Saturday, July 2, 2016

পরিবেশ : নিউমোনিয়ার যোগসূত্র

পরিবেশ : নিউমোনিয়ার যোগসূত্র
আলী ফোরকান
নিউমোনিয়া একটি জটিল-শারীরিক সমস্যা। অথচ দিন দিন এ রোগের প্রকোপ বেড়েই চলেছে। যার ফলে দেশে দেশে প্রতিবছর বিপুলসংখ্যক মানুষ প্রাণ হারাচ্ছে। চিকিৎসকরা এ রোগের নানাবিধ কারণের কথা উল্লেখ করেন। যারমধ্যে পরিবেশের বিষয়টি বেশি গুরুত্বের। চিকিৎসকদের সঙ্গে একমত পোষণ করেন একদল বিজ্ঞানী। তাদের ভাষায়, পরিবেশ দূষণের উচ্চমাত্রা নিউমোনিয়ার অন্যতম কারণ। তারা জানিয়েছেন, সাম্প্রতিক বছরগুলোয় ইংল্যান্ডে এ রোগের ছোবলে প্রায় ৪ লাখ লোক মারা গেছে। তাদের এ ভাষ্য আন্দাজ বা অনুমাননির্ভর নয়। রীতিমতো সমীক্ষার ফল। সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বের সবদেশেই পরিবেশ দূষণের মাত্রা বেড়েছে আশংকাজনক হারে। তার অন্যতম কারণ নির্বিচারে বনাঞ্চল উজাড় করে কৃষিজমি হিসাবে ব্যবহার অথবা বর্ধিত জন-সংখ্যার আবাসন সংকট নিরসন। পরবর্তী পর্যায়ের অনুষঙ্গ কল-কারখানা ও যানবাহন থেকে নির্গত কালো ধোঁয়া নামের বিষাক্ত গ্যাস ক্রমাগত জনসংখ্যার চাপের বিষয়টিও মোটেই ফেলনা নয়। মোটকথা, বৈশ্বিক নির্মল পরিবেশ দিনদিন বিষিয়ে উঠছে মানুষের বিবেকহীন কর্মকাণ্ডের জন্যই। একই কারণে মানুষকে ভুগতে হচ্ছে নানা রোগ-ব্যাধিতে। তৃতীয় বিশ্বের দেশগুলোর চিত্র আরো ভয়াবহ। তবে ইউনিভার্সিটি অব বার্মিংহামের একদল গবেষক বায়ু তথা পরিবেশ দূষণের সঙ্গে নিউমোনিয়া রোগের যোগসূত্র রয়েছে কিনা তা নিয়ে সমীক্ষা চালান। প্রাপ্ত তথ্য -উপাত্তের ওপর ভিত্তি করে জার্নাল অভ এপিডেমিওলজি এন্ড কমিউনিটি হেল্থ নামক সাময়িকীতে রিপোর্ট প্রকাশ করেছে। তাতে উল্লেখ করা হয়েছে-ইংল্যান্ডে পরিবেশ দূষণের মাত্রা আগের তুলনায় মারাত্মক হারে বেড়েছে। যার জন্য অন্যতম দায়ী যানবাহনের ইঞ্জিন থেকে নির্গত জ্বালানি পোড়া। তাদের হিসাবমতে, ১৯৯৬ থেকে ২০০৪ সাল পর্যন্ত আট বছরের ব্যবধানে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মোট ৩ লাখ ৮৬ হাজার ৩শ’ ৭৪ জন লোক মারা গেছে। এর মধ্যে লন্ডনের লেইসহ্যাম শহরে গড় জনসংখ্যার তুলনায় মৃত্যুর হার সমধিক। পক্ষান্তরে, বারউইক অনটিড শহরে এ হার সর্বনিম্ন। গবেষকরা জানিয়েছেন, ঐ এলাকাগুলোতে অন্য এলাকার তুলনায় ক্যান্সার, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ (সিওপিডি) এবং রিউম্যাটিক হৃদরোগের হারও বেশি। গবেষকদলের প্রধান, প্রফেসর জর্জ নক্স বলেন, যানবাহনের ইঞ্জিনই পরিবেশ দূষণের অন্যতম উৎস। অবশ্য কোন্ ধরনের রাসায়নিক উপাদান এজন্য বেশি দায়ী তা নিরূপণ করা সম্ভব নয়। একথা সত্য যে, পরিবেশ দূষণের উচ্চমাত্রার কারণেই নিউমোনিয়ার প্রকোপ বাড়ছে। যার ফলে বাড়ছে মৃত্যুর হারও। ব্রিটিশ লাং ফাউন্ডেশনের বিশেষজ্ঞরা জানিয়েছেন, বিষয়টির ওপর আরো নিবিড় গবেষণা হওয়া দরকার। তথ্য সুত্র:বিবিসি ওয়েবসাইট 

0 comments:

Post a Comment