ফোরকান আলী
রূপগঞ্জ উপজেলার বাগবের, টেকনদ্দা, গোয়ালপাড়া, দণিবাগ, মুশরি, গুতিয়াবো, মাঝিপাড়া, হিরনালসহ বহু স্থানে কৃষকরা শ্যালো মেশিনে ইরি-বোরো জমিতে সেচ দিচ্ছে। বিদ্যুৎ গোলযোগ, বালু নদীর পানি শুকিয়ে যাওয়া, খাল সংস্কারের অভাবে ভরাটসহ বিভিন্ন প্রতিকূলতায় কৃষকরা বাধ্য হয়ে শ্যালো মেশিনে সেচ দিয়ে চাষাবাদে ঝুঁকছে। পূর্ণিমা ও অমাবশ্যার সময় নদীতে জোয়ার আসার জন্য অপো করেও এখন আর খালে পানি পাওয়া যায় না। ফলে সেচ সংকট দেখা দেয়।
সেচের অভাবে প্রতিবছর ৭/৮ হাজার বিঘা জমিতে চাষাবাদ অনিশ্চিত হয়ে পড়ে। মধ্যবিত্ত কৃষকরা শ্যালো মেশিনে জমিতে চাষাবাদ করতে পারলেও প্রান্তিক চাষীরা পারছে না। স্থানীয়ভাবে অসাধু ব্যবসায়ীরা সংকট সৃষ্টি করে ডিজেলের দাম বৃদ্ধি করছে। তাতে শ্যালো মেশিনে সেচ কাজে ব্যয় বৃদ্ধি পাচ্ছে। বাগবের গ্রামের কৃষক হাসু মিয়া ও মোহাম্মদ আলী জানান, বালু নদী পুনঃখনন করে সংযুক্ত খালগুলো সংস্কার করা হলে কৃষকরা সহজে জমিতে সেচ দিতে পারবে। এছাড়া ডিজেল, সার, বীজসহ কৃষি উপকরণের দাম বৃদ্ধিতে প্রান্তিক চাষীরা দিন দিন নিঃস্ব হয়ে পড়ছে। কৃষক বাঁচাতে সংশ্লিষ্ট কতৃপ বিষয়টির প্রতি নজরদিন।
†jLK: W.†dviKvb Avjx
M‡elK I mv‡eK Aa¨¶
36 MMbevey †ivo,Lyjbv
01711579267
Email- dr.fourkanali@gmail.com
0 comments:
Post a Comment