Monday, November 25, 2013

সোনারগাঁয়ের মারীখালী নদ দখল করে স্থাপনা নির্মাণ

সোনারগাঁয়ের মারীখালী নদ দখল করে স্থাপনা নির্মাণ
ফোরকান আলী
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগড়াপাড়া চৌরাস্তা এলাকা দিয়ে প্রবাহিত মারীখালী নদের জায়গা অবৈধভাবে দখল করে নেয়ার মিশনে মাঠে নেমেছে স্থানীয় প্রভাবশালী মহল। ইতিমধ্যে এ চক্রটি মারীখালী নদের অনেক জায়গা অবৈধভাবে দখল করে সেখানে ব্যবসা প্রতিষ্ঠান, বসতবাড়িসহ বিভিন্ন কাঁচা-পাকা স্থাপনা গড়ে তুলেছে। মেঘনা নদীর বৈদ্যেরবাজার পয়েন্ট থেকে মোগড়াপাড়া চৌরাস্তা পর্যন্ত প্রায় ২ কিলোমিটার এলাকাজুড়ে চলছে এ অবৈধ দখলের মিশন। প্রশাসনের নাকের ডগায় একের পর এক মারীখালী নদে অবৈধভাবে বিভিন্ন কাঁচা-পাকা স্থাপনা গড়ে উঠলেও তাদের ভূমিকা নীরব বলে অনেকেই মন্তব্য করেছেন। এলাকাবাসীর অভিযোগ, মারাখালী নদের জায়গা দখলে স্থানীয় ভূমি অফিসের কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশ রয়েছে। অবৈধ দখলদারদের হাত থেকে মারীখালী নদ রা করতে একাধিকবার প্রশাসনের ঊধ্বর্তন মহলে আবেদন করেও কোন ফল না পাওয়ায় অনেকেই ােভ প্রকাশ করেছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার মেঘনা নদীর শাখা নদী মোগড়াপাড়া ইউনিয়নের মোগড়াপাড়া চৌরাস্তা ও হাবিবপুর এলাকায় মারীখালী নদ দখল করে হাবিবপুর গ্রামের এক ব্যক্তি অবৈধভাবে একটি দোতলা বিল্ডিং নির্মাণ করেছে বলে অভিযোগ উঠেছে। একই এলাকায় নদীর দণি পাশে অপর এক ব্যক্তি নদের তীরবর্তী জায়গা দখল করে গাইড ওয়াল দিয়ে বাড়ি নির্মাণ করেছেন। এভাবে আরও অনেক অসাধু ব্যক্তি প্রতিনিয়ত গড়ে তুলছে বিভিন্ন কাঁচা-পাকা স্থাপনা। তাছাড়া আরও অনেকেই মারীখালী নদ অবৈধভাবে দখল করে স্থাপনা তৈরির পাঁয়তারা করছে বলে অভিযোগ রয়েছে। ভূমি কর্মকর্তা-কর্মচারীরা মারীখালী নদে অবৈধ স্থাপনা উচ্ছেদের কোন ব্যবস্থা গ্রহণ করছে না। এদিকে এলাকাবাসী আরও অভিযোগ করেন, বৈদ্যেরবাজার এলাকার প্রভাবশালী এক নেতা মারীখালী নদের তীরবর্তী জায়গায় ধানের চাতাল নির্মাণ করে নদের অনেক জায়গা দখল করে নিয়েছে। আরও অর্ধশতাধিক ব্যক্তি ওই এলাকায় ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ করে মারীখালী নদীর জায়গা দখল করে নিয়েছে। নতুন করে আর বিভিন্ন মহল জমি দখলে নেয়ার পাঁয়তারা চালাচ্ছে। জিয়া নগর গ্রামের বৃদ্ধ সাহাবুদ্দিন মিয়া জানান, মেঘনা নদীর শাখা মারীখালী নদ দিয়ে এক সময় লঞ্চ চলাচল করত। কিন্তু অবৈধ দখলদারদের কারণে মারীখালী নদ আজ সরু খালে পরিণত হয়েছে। এ ব্যাপারে সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জানান, মারীখালী নদের ওপর অবৈধভাবে কোন স্থাপনা নির্মাণ করা হয়েছে কিনা তা তদন্তপূর্বক চিহ্নিত করে রিপোর্ট প্রদানের জন্য সংশ্লিষ্ট তহশিলদারকে ইতিমধ্যেই নির্দেশ দেয়া হয়েছে। রিপোর্টটি হাতে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


†jLK: W.†dviKvb Avjx
M‡elK I mv‡eK Aa¨¶
36 MMbevey †ivo,Lyjbv
01711579267





0 comments:

Post a Comment