পদ্মা শুকিয়ে বিশাল চর
ফোরকান আলী
ফারাক্কা বাঁধের প্রভাবে বাংলাদেশে পদ্মা নদী শুকিয়ে গেছে। বিশাল এলাকা জুড়ে বিস্তীর্ণ চর পড়েছে। পানির অভাবে নদী তীরবর্তী এলাকায় দেখা দিয়েছে সেচ সংকটের আশংকা। পদ্মা শুকিয়ে যাওয়ায় কৃষিতে বিপর্যয়, মাছের অভাব ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।পানি উন্নয়ন বোর্ডের পুরানো রেকর্ড থেকে জানা যায়, ১৯৭৪ সালে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানির প্রবাহ ছিল এক লাখ পাঁচ হাজার কিউসেক। বর্তমানে তা ৫০ হাজার কিউসেকে নেমে এসেছে। এতে বিশাল পদ্মা নদীর বুকে চরের পরিমাণ বহুগুণ বেড়ে গেছে। পানির অভাবে সেচ প্রকল্পগুলো অকার্যকর হয়ে পড়েছে। প্রয়োজনীয় পানির জন্য নদীর বুকেই বসাতে হয়েছে স্যালো মেশিন। পদ্মায় পর্যাপ্ত পানি প্রবাহ না থাকায় শাখা নদীগুলো মরে যাচ্ছে। ইতিমধ্যে বড়াল, গড়াই, কালিগঙ্গা, নবগঙ্গা, মধুমতি, ইছামতি, হুরা সাগর, নাগর, বৈরব, কুমার, চিত্রা, আড়িয়াল খাঁ, পাগলা, মহানন্দা প্রভৃতি শাখা নদী মৃতপ্রায়। এইসব নদী তীরবর্তী মানুষের জীবনযাত্রায় পরিবর্তন আসছে। অনেকেই পৈত্রিক পেশা হারাচ্ছে। জীব-বৈচিত্র্য তিগ্রস্থ হচ্ছে। বিপন্ন হচ্ছে পরিবেশ। সম্প্রতি রাজশাহীতে অনুষ্ঠিত এক সেমিনারে বক্তারা জানান, ফারাক্কা ব্যারেজের কারণে গত তিন দশকে দেশের ২৩০টির মধ্যে অন্তত ৮০টি নদী ও তার শাখা-প্রশাখা প্রায় পানিশূন্য হয়ে পড়েছে। প্রমত্তা পদ্মা এখন অবরুদ্ধ জলাধার হয়ে পড়েছে।আমরা আশাকরি প্রমত্তা পদ্মাকে এ অবরুদ্ধ থেকে উদ্ধারে সক্রিয় হবেন।
ফোরকান আলী
ফারাক্কা বাঁধের প্রভাবে বাংলাদেশে পদ্মা নদী শুকিয়ে গেছে। বিশাল এলাকা জুড়ে বিস্তীর্ণ চর পড়েছে। পানির অভাবে নদী তীরবর্তী এলাকায় দেখা দিয়েছে সেচ সংকটের আশংকা। পদ্মা শুকিয়ে যাওয়ায় কৃষিতে বিপর্যয়, মাছের অভাব ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।পানি উন্নয়ন বোর্ডের পুরানো রেকর্ড থেকে জানা যায়, ১৯৭৪ সালে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানির প্রবাহ ছিল এক লাখ পাঁচ হাজার কিউসেক। বর্তমানে তা ৫০ হাজার কিউসেকে নেমে এসেছে। এতে বিশাল পদ্মা নদীর বুকে চরের পরিমাণ বহুগুণ বেড়ে গেছে। পানির অভাবে সেচ প্রকল্পগুলো অকার্যকর হয়ে পড়েছে। প্রয়োজনীয় পানির জন্য নদীর বুকেই বসাতে হয়েছে স্যালো মেশিন। পদ্মায় পর্যাপ্ত পানি প্রবাহ না থাকায় শাখা নদীগুলো মরে যাচ্ছে। ইতিমধ্যে বড়াল, গড়াই, কালিগঙ্গা, নবগঙ্গা, মধুমতি, ইছামতি, হুরা সাগর, নাগর, বৈরব, কুমার, চিত্রা, আড়িয়াল খাঁ, পাগলা, মহানন্দা প্রভৃতি শাখা নদী মৃতপ্রায়। এইসব নদী তীরবর্তী মানুষের জীবনযাত্রায় পরিবর্তন আসছে। অনেকেই পৈত্রিক পেশা হারাচ্ছে। জীব-বৈচিত্র্য তিগ্রস্থ হচ্ছে। বিপন্ন হচ্ছে পরিবেশ। সম্প্রতি রাজশাহীতে অনুষ্ঠিত এক সেমিনারে বক্তারা জানান, ফারাক্কা ব্যারেজের কারণে গত তিন দশকে দেশের ২৩০টির মধ্যে অন্তত ৮০টি নদী ও তার শাখা-প্রশাখা প্রায় পানিশূন্য হয়ে পড়েছে। প্রমত্তা পদ্মা এখন অবরুদ্ধ জলাধার হয়ে পড়েছে।আমরা আশাকরি প্রমত্তা পদ্মাকে এ অবরুদ্ধ থেকে উদ্ধারে সক্রিয় হবেন।
†jLK: W.†dviKvb Avjx
M‡elK I mv‡eK Aa¨¶
36 MMbevey †ivo,Lyjbv
01711579267
Email- dr.fourkanali@gmail.com
0 comments:
Post a Comment