ফোরকান আলী
মানিকগঞ্জ শহরের ভিতর দিয়ে প্রবাহিত খালের দু’ধারের খাস জমির বেশির ভাগই দেখল হয়ে গেছে। ইতিমধ্যেই প্রায় দুইশত ব্যক্তি খালের দু’পাড়ের প্রায় ১২ একর খাস জমি দখল করে নিয়েছে। ভূমি অফিস সূত্রে জানা গেছে, দখলকৃত সম্পত্তির আনুমানিক মূল্য ৮ কোটি টাকা। ইতিপূর্বে কয়েকবার পত্র-পত্রিকায় লেখালেখি হলে লোক দেখানো উচ্ছেদের নোটিস দেয়া হলেও কার্যেেত্র তা বাস্তবায়িত হয়নি।
খাস জমি উদ্ধারে জেলা প্রশাসনের বিরুদ্ধে অনীহার অভিযোগ রয়েছে। উল্লেখ্য, প্রায় দেড় যুগ ধরে চলছে শহরের উপর দিয়ে বয়ে যাওয়া খালটি দখলের প্রক্রিয়া। শুরুতে কেবল খালের দুই তীর দখলের মধ্যেই অবৈধ দখলকারীরা তাদের কার্যক্রম সীমিত রাখলেও গত ৫/৭ বছর ধরে তাদের থাবা সম্প্রসারিত হয় খালের বুকে। কতিপয় প্রভাবশালী ভূমিদস্যু খাস জমি এবং খালের উপর বহুতল ইমারত নির্মাণ করে। খালের বিভিন্ন প্রান্তে ইমারত ও দোকানপাট গড়ে উঠায় খালের ভিতর দিয়ে শহরের দূষিত পানি নেমে যেতে পারে না। ফলে পরিবেশ দূষণ হচ্ছে মারাত্মক।
এই খাল দখলদারদের চিহ্নিত করতে এ পর্যন্ত ৩/৪ বার জরিপ হয়েছে। জেলা প্রশাসক (রাজস্ব শাখা) ও থানা ভূমি অফিস থেকে এ জরিপ চালানো হয়। কিন্তু অবস্থার কোন উন্নতি হয়নি। জানা গেছে দখলকৃতরা খাস জমির জাল দলিল পর্যন্ত কেউ কেউ তৈরি করে নিয়েছে। আর এ কাজে সহায়তা করেছে মোটা উৎকোচের বিনিময়ে খোদ ভূমি অফিসের দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীরা। জানা যায়, ১৭৪ ব্যক্তি এই খালের প্রায় ২০ একর খাস জমি দখল করে নিয়েছে। কর্তৃপ রহস্যজনক কারণে ৪ বার ঘোষণা দিয়েও উচ্ছেদ কার্যক্রম চালায়নি। আমরা আশাকরি সংশ্লিষ্ট কতৃপ রক্তচু উপো করে উচ্ছেদ কার্যক্রম চালিয়ে যাবেন।
†jLK: W.†dviKvb Avjx
M‡elK I mv‡eK Aa¨¶
36 MMbevey †ivo,Lyjbv
01711579267
Email- dr.fourkanali@gmail.com
0 comments:
Post a Comment