স্মরণ : মোহাম্মদ নাসিরউদ্দীন
আলী ফোরকান
জন্ম : ১৮৮৮ খ্রিস্টাব্দের ২০ নভেম্বর
মৃত্যু : ১৯৯৪ খ্রিস্টাব্দে ২১ মে
মোহাম্মদ নাসিরউদ্দীন সওগাত পত্রিকার সম্পাদক হিসেবে সর্বাধিক পরিচিত। সাংবাদিক পরিচয়ের বাইরে সাহিত্যিক এবং সমাজসেবী হিসেবেও রয়েছে তার সুনাম। ১৮৮৮ খ্রিস্টাব্দের ২০ নভেম্বর চাঁদপুরের পাইকারদি গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। পিতা আবদুর রহমান এবং মা আমেনা বিবি। পিতামাতার জ্যেষ্ঠ সন্তান মোহাম্মদ নাসিরউদ্দীনের প্রাথমিক শিক্ষা শুরু হয় হরিণা গ্রামে ইংরেজি উচ্চবিদ্যালয়ে। আঠারো বছর বয়সে বাবার মৃত্যুতে সংসারের গুরুদায়িত্ব বহন করতে হয় তাকে। প্রাতিষ্ঠানিক লেখাপড়ার পাঠ চুকিয়ে তিনি স্টিমার কোম্পানিতে স্টেশন মাস্টারের সহকারী হিসেবে চাকরি শুরু করেন। কিছুদিনের মধ্যেই ওরিয়েন্টাল লাইফ ইনস্যুরেন্সের এজেন্টের কাজ নিয়ে কলকাতায় আসেন। ওখানে কাজ করে অর্থ সঞ্চয় করেন। কিছু পুঁজি জমলে চাকরি ছেড়ে কলকাতায় সাহিত্যসেবায় আত্মনিয়োগ করেন। ১৯১৮ খ্রিস্টাব্দের ২ ডিসেম্বর তিনি প্রথম মুসলিম সম্পাদক হিসেবে সওগাত পত্রিকা প্রকাশ করেন। পত্রিকা প্রকাশের পর চরম অর্থনৈতিক সংকটে পড়ে স্বাভাবিক প্রকাশনা ব্যাহত হলে পত্রিকা প্রকাশ কিছুদিন বন্ধ রাখতে বাধ্য হলেও ১৯২৬ খ্রিস্টাব্দে পুনরায় প্রকাশনা শুরু করেন। ওই সময় গড়ে তোলেন ‘সওগাত সাহিত্য মজলিস’ নামে একটি সাহিত্য সংগঠন। সওগাত পত্রিকায় কাজী নজরুল ইসলাম, বেগম রোকেয়া, শামসুন্নাহার মাহমুদ, বেগম সুফিয়া কামাল প্রমুখ লেখকরা নিয়মিত লিখতেন। মোহাম্মদ নাসিরউদ্দীনের সম্পাদনায় সওগাত ১৯৩৩ খ্রিস্টাব্দে বার্ষিক সওগাত হিসেবে, ১৯৩৪ খ্রিস্টাব্দে সাপ্তাহিক সওগাত হিসেবে প্রাকাশিত হয়। এছাড়া ১৯৩৭ খ্রিস্টাব্দে সচিত্র মহিলা সওগাত প্রকাশিত হয়। কিছুদিন শিশু সওগাত’ও প্রকাশিত হয়েছিল। মূল পত্রিকাটি চালু ছিল ১৯৪৭ খ্রিস্টাব্দ পর্যন্ত। ১৯৫০ খ্রিস্টাব্দে মোহাম্মদ নাসিরউদ্দীন কলকাতা থেকে সপরিবারে চলে আসেন ঢাকায়। তিনি ঢাকায় চলে আসায় সওগাত পত্রিকার কার্যালয়ও বদল হয়। কলকাতার পরিবর্তে ঢাকা থেকে প্রকাশিত হতে থাকে। সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে নারীদের উৎসাহিত করার জন্য তিনি ‘বেগম’ নামেও একটি পত্রিকা প্রকাশ করেছিলেন। মোহাম্মদ নাসিরউদ্দীনের মেয়ে নূরজাহান বেগমের সম্পাদনায় পত্রিকাটি এখনো প্রকাশিত হয়। সাহিত্য ও সাংবাদিকতায় অসামান্য অবদানের জন্য মোহাম্মদ নাসিরউদ্দীন বাংলা একাডেমি পুরস্কার ছাড়াও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রীয় পদক-একুশে পদক, স্বাধীনতা পদকসহ অসংখ্য পুরস্কারে সম্মানিত হয়েছেন। ১৯৯৪ খ্রিস্টাব্দে ২১ মে তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। গভীর শ্রদ্ধায় তাকে স্মরণ করি।
0 comments:
Post a Comment