Friday, November 22, 2013

শরীয়তপুরের বিভিন্ন নদী ভরাট নৌচলাচল বন্ধের উপক্রম

শরীয়তপুরের বিভিন্ন নদী ভরাট নৌচলাচল বন্ধের উপক্রম
 ফোরকান আলী
জেলার ৬টি উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত নদীগুলো দীর্ঘদিন সংস্কার না করায় কয়েকটি নদীপথে শুষ্ক মৌসুমের শুরুতেই লঞ্চ চলাচল বন্ধ হয়ে গিয়েছে এবং আরও কয়েকটি নৌ-পথ বন্ধ হবার উপক্রম হয়েছে।
জেলার নড়িয়া উপজেলার সুরেশ্বর নদী বন্দরের অদূরে পদ্মায় এবং ভেদরগঞ্জ উপজেলার নিকটবর্তী পদ্মা ও মেঘনার মোহনায় দুলারচরে নতুন নতুন চর জেগে ওঠায় ঢাকা-ভেদরগঞ্জ ও ঢাকা-কোটাপাড়া লাইনের সরাসরি লঞ্চ যোগাযোগ তিন মাস যাবৎ বন্ধ। জাজিরা উপজেলার পালের চর ও কুন্ডের চরসহ পদ্মার কয়েকটি স্থান ভরাট হয়ে যাওয়ায় নৌ চলাচল দারুণভাবে ব্যাহত হচ্ছে। পদ্মা ও মেঘনার কয়েকটি স্থানে চর জেগে ওঠার ঢাকা-ডামুড্যা রুটে মোটর লঞ্চ চলাচল বন্ধ হবার উপক্রম হয়েছে। এ রুটে নদীতে যাত্রীবাহী লঞ্চ ঘন্টার পর ঘন্টা আটকে থাকা নিত্যদিনের ঘটনা। এদিকে ভেদরগঞ্জ উপজেলার স্টেশন বাজার থেকে গোসাইর হাট উপজেলার কোদালপুর বাজার পর্যন্ত পদ্মার শাখা নদীটি শুকিয়ে যাওয়ার ইঞ্জিনচালিত নৌকাসহ ছোট ছোট নৌযানও চলাচল করতে পারে না। শরীয়তপুর সদর উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত কীর্তিনাশা নদীর সুরেশ্বর থেকে বিদ্যাবাগীশ পর্যন্ত নৌ চলাচলও শুষ্ক মৌসুমের শুরু থেকে বন্ধ হয়ে গিয়েছে। জাজিরা উপজেলার খেজুরতলা থেকে শরীয়তপুর সদর উপজেলার রাজগঞ্জ পর্যন্ত কীর্তিনাশা নদীতে চর জেগে উঠেছে। নড়িয়া উপজেলার ঘড়িষাড় থেকে ভেদরগঞ্জ উপজেলার নারায়ণপুর পর্যন্ত পদ্মার শাখা নদীটিও শুকিয়ে যাওয়ায় অধিকাংশ সময় নৌযান চলাচল করতে পারে না।জেলার অভ্যন্তরীণ নৌ-চলাচল ব্যাহত হবার সঙ্গে সঙ্গে কৃষি েেত্রও প্রতিবন্ধকতা দেখা দিয়েছে। জেলার পদ্মা ও কীর্তিনাশা নদী তীরবর্তী এলাকায় প্রয়োজনীয় সেচের পানির অভাবে ইরি-বোরো চাষাবাদ ব্যাহত হচ্ছে। নৌ পরিবহনে অচলাবস্থার কারণে জেলার ভোজেশ্বর, ডামুড্যা, আঙ্গারিয়া, ভেদরগঞ্জ, ইদিলপুর, বুড়ির হাট, ডুবিসবেবর হাটসহ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান বিলুপ্ত হতে চলেছে। পানি উন্নয়ন বোর্ডের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, জেলার বর্ষা মৌসুমে বন্যার পানি থেকে ফসল রা এবং শুষ্ক মৌসুমে জমিতে সেচ সুবিধা প্রদানের ল্েয ‘সুরেশ্বর প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কর্মকর্তাদের মতে, নড়িয়া উপজেলার ওয়াপদা বাঁধ থেকে শরীয়তপুর সদর উপজেলার আঙ্গারিয়া পর্যন্ত কীর্তিনাশা নদী এবং সুরেশ্বর থেকে ভেদরগঞ্জ পর্যন্ত পদ্মার শাখা নদীটি সংস্কার করা প্রয়োজন।


†jLK: W.†dviKvb Avjx
M‡elK I mv‡eK Aa¨¶
36 MMbevey †ivo,Lyjbv
01711579267



0 comments:

Post a Comment