Thursday, May 10, 2018

স্মরণ : ভাষা সংগ্রামী আবু নছর মোহাম্মদ গাজীউল হক

স্মরণ : ভাষা সংগ্রামী আবু নছর মোহাম্মদ গাজীউল হক
আলী ফোরকান
 জম্ম : ১৩ ফেব্রুয়ারি ১৯২৯
মৃত্যু : ১৭ জুন ২০০৯
আবু নছর মোহাম্মদ গাজীউল হক (১৩ ফেব্রুয়ারি ১৯২৯ - ১৭ জুন ২০০৯) হলেন একজন বাংলাদেশী সাহিত্যিক, গীতিকার এবং ভাষাসৈনিক যিনি ১৯৫২ সালের বাংলা ভাষা আন্দোলনের সক্রিয় কর্মী ছিলেন। ভাষা আন্দোলনসহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুহম্মদ শহীদুল্লাহ, কাজী মোতাহার হোসেনসহ বিখ্যাত ব্যক্তিদের সংস্পর্শে এসে গাজীউল হক বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্দোলনে অংশ নেন। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারিতে তৎকালীন সরকার ১৪৪ ধারা জারি ভঙ্গকারীদের অন্যতম ছিলেন গাজীউল হক। গাজীউল হকের “ভুলব না ভুলব না ভুলব না এই একুশে ফেব্রুয়ারি ভুলব না” গানটি গেয়ে ১৯৫৫ সাল পর্যন্ত প্রভাতফেরি করা হতো। তিনি রাষ্ট্রভাষা পদক ও সম্মাননা স্মারক, শেরেবাংলা জাতীয় পুরস্কার লাভ করেন।

0 comments:

Post a Comment