Monday, April 23, 2018

স্মরণ : শওকত ওসমান

স্মরণ : শওকত ওসমান
আলী ফোরকান
জন্ম : ১৯১৭ সালের ২ জানুয়ারি 
মৃত্যু : ১৯৯৮ সালের ১৪ মে 
শওকত ওসমান ১৯১৭ সালের ২ জানুয়ারি পশ্চিমবঙ্গের হুগলি জেলার সবলসিংহপুর গ্রামে জন্মগ্রহণ করেন। প্রকৃত নাম শেখ আজিজুর রহমান। শওকত ওসমান তার সাহিত্যিক নাম। তিনি ১৯৩৩ সালে কলকাতা আলীয়া মাদরাসা থেকে প্রবেশিকা, ১৯৩৬ সালে সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে আইএ এবং ১৯৩৯ সালে বিএ পাস করেন। এর পর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৪১ সালে বাংলায় এমএ পাস করেন। এমএ পাস করার পর তিনি গভর্নমেন্ট কমার্শিয়াল কলেজে লেকচারার পদে নিযুক্ত হন। ১৯৪৭ সালে তিনি চট্টগ্রাম কলেজ অব কমার্স-এ যোগ দেন এবং ১৯৫৯ সাল থেকে ঢাকা কলেজে অধ্যাপনা শুরু করে ১৯৭২ সালে স্বেচ্ছায় অবসরে যান। চাকরি জীবনের প্রথমদিকে স্বল্পসময় তিনি কৃষক পত্রিকায় সাংবাদিকতা করেন। উপন্যাস ও গল্প রচয়িতা হিসেবেই শওকত ওসমানের মুখ্য পরিচয়। তবে প্রবন্ধ, নাটক, রম্যরচনা, স্মৃতিকথা ও শিশুতোষ গ্রন্থও তিনি রচনা করেছেন। বিদেশি ভাষার অনেক উপন্যাস, ছোটগল্প ও নাটক তিনি বাংলা ভাষায় অনুবাদ করেছেন। গ্রন্থ সম্পাদনার ক্ষেত্রেও তিনি কৃতিত্বের স্বাক্ষর রাখেন। তার উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে রয়েছে- জননী, ক্রীতদাসের হাসি, সমাগম, চৌরসন্ধি, রাজা উপাখ্যান, জাহান্নাম হইতে বিদায়, দুই সৈনিক, নেকড়ে অরণ্য, পতঙ্গ পিঞ্জর, আর্তনাদ এবং রাজপুরুষ। এছাড়া তার গল্পগ্রন্থের মধ্যে রয়েছে- জুনু আপা ও অন্যান্য গল্প, মনিব ও তাহার কুকুর, ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী ইত্যাদি। ভাব ভাষা ভাবনা, সংস্কৃতির চড়াই উৎরাই, মুসলিম মানসের রূপান্তর নামের প্রবন্ধগ্রন্থ এবং আমলার মামলা, পূর্ণ স্বাধীনতা চূর্ণ স্বাধীনতা তার রচিত উল্লেখযোগ্য নাটক। এছাড়া শিশুতোষ গ্রন্থের মধ্যে রয়েছে- ওটেন সাহেবের বাংলো, মস্কুইটোফোন, ক্ষুদে সোশালিস্ট, পঞ্চসঙ্গী ইত্যাদি। শওকত ওসমান রচিত স্মৃতিকথামূলক উল্লেখযোগ্য বই হলো- স্বজন সংগ্রাম, কালরাত্রি খণ্ডচিত্র, অনেক কথন, গুড বাই জাস্টিস মাসুদ, মুজিবনগর, অস্তিত্বের সঙ্গে সংলাপ, সোদরের খোঁজে স্বদেশের সন্ধানে, মৌলবাদের আগুন নিয়ে খেলা, আর এক ধারাভাষ্য ইত্যাদি। সাহিত্য ও সংস্কুতিতে বিশেষ অবদানের জন্য তিনি ১৯৬২ সালে বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হন। ১৯৮৩ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রীয় একুশে পদক এবং ১৯৯৭ সালে স্বাধীনতা দিবস পুরস্কারে ভূষিত হন। এছাড়াও মাহবুব উল্লাহ ফাউন্ডেশন পুরস্কার, মুক্তধারা সাহিত্য পুরস্কার, আদমজী সাহিত্য পুরস্কার, পাকিস্তান সরকারের প্রেসিডেন্ট পুরস্কারসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন। ১৯৯৮ সালের ১৪ মে ঢাকায় তিনি মৃত্যুবরণ করেন।

0 comments:

Post a Comment