Saturday, August 20, 2016

মাদক ব্যবহারে ঝুঁকিপূর্ণ বাংলাদেশ

মাদক ব্যবহারে ঝুঁকিপূর্ণ বাংলাদেশ
আলী ফোরকান
বাংলাদেশ মাদক উৎপাদনকারী দেশ নয় সত্ত্বেও ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ মাদক ব্যবহারের জন্য ঝুঁকিপূর্ণ দেশ তবে ভারত, মিয়ানমার এবং পাকিস্তানের মাদক সিজারের তুলনামূলক পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে, বাংলাদেশে মাদক পরিস্থিতি অতটা ভয়াবহ নয় তাই মাদক নিয়ন্ত্রণের মতো বহুমাত্রিক সমস্যা মোকাবিলায় এখনই সেনাবাহিনীর উপর দায়িত্ব দেয়া সমীচীন হবে না এক সময় সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এসব কথা বলেন বিভিন্ন স্থানে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার প্রসঙ্গে অপর সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, মৃত্যু কারোই কাম্য নয় দেশের বিভিন্ন স্থানে যেসব লাশ পাওয়া যাচ্ছে সেগুলোর ব্যাপারে প্রশাসন তদন্ত করছে না এমনটি নয় আমরা প্রতিটি বিষয়ে তদন্ত করছি তদন্ত করে দেখছি এসব ঘটনার পেছনে কারা জড়িত তদন্ত করে অবশ্যই হত্যাকারীদের গ্রেপ্তার এবং হত্যার মোটিভ উদঘাটন করা হবে মাদক সংক্রান্ত মূল প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান কামাল জানান, মাদক উৎপাদনকারী দেশ না হওয়া সত্ত্বেও গোল্ডেন ট্রায়াঙ্গল গোল্ডেন ক্রিসেন্টের মধ্যবর্তী ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ মাদক ব্যবহারের জন্য ঝুঁকিপূর্ণ দেশ আমাদের মাদক সমস্যা প্রতিবেশী দেশ ভারত মিয়ানমারের সঙ্গে সম্পর্কযুক্ত তিন দিক দিয়ে ভারতের সঙ্গে চার হাজার কিলোমিটার দক্ষিণ পূর্ব কোণে মিয়ানমারের সঙ্গে আড়াই কিলোমিটার স্থল সীমান্ত আরও একটি ভৌগোলিক নিয়ামক হিসেবে কাজ করে ছাড়াও শহরায়ণ, জনসংখ্যা বৃদ্ধি, ইন্টারনেট আইটি ব্যাপক উন্নতি ব্যবহার, সামাজিক সচেতনতার অভাব ইত্যাদিকে মাদক সমস্যার কারণ হিসেবে চিহ্নিত করা হয় স্বরাষ্ট্র মন্ত্রী জানান, সকল আইন প্রয়োগকারী সংস্থা মিলে মাদকদ্রব্য আটক মামলা করছে এদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে অপর এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, নীতিমালা না থাকায় দেশে পুলিশ ফাঁড়ি ক্যাম্প স্থাপনের যাবতীয় কার্যক্রম স্থগিত ছিল এখন নীতিমালা করা হয়েছে ফাঁড়ি তদন্তন কেন্দ্রের জনবল কাঠামো বাড়ানো হয়েছে আর তদন্ত কেন্দ্র স্থাপনে মানুষ সুফল পেতে শুরু করেছে যে কারণে বিবেচনায় ফাঁড়ির বিকল্প বর্তমানে তদন্ত কেন্দ্র স্থাপন করা হচ্ছে তদন্ত কেন্দ্র স্থাপনের বিদ্যমান নীতিমালার আলোকে আরো নতুন তদন্ত কেন্দ্রের সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারের কাছ থেকে প্রস্তাব পাওয়া গেলে বিবেচনা করা হবে অপরদিকে মাদকের ছোবলে পড়ে স্কুল, কলেজ বিশ্ববিদ্যালয় থেকে ঝরে পড়ছে শিক্ষার্থীরা মাদকমুক্ত থাকতে তাদের লেখাপড়া সংস্কৃতির প্রতি মনোযোগী হতে হবে একই সঙ্গে যারা মাদকে আসক্ত তাদের সুস্থ করে তুলতে তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে ঢাকার দোহারে মাদকবিরোধী পরামর্শ সভায় এসব কথা বলেন প্রথম আলো মাদকবিরোধী আন্দোলনের উপদেষ্টা মানসিক রোগ বিশেষজ্ঞ মোহিত কামাল তিনি বলেন, সুস্থ জাতি গঠনে আজকের শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে তাই মাদক থেকে দূরে থাকতে তাদের সচেতনতা প্রয়োজন 

0 comments:

Post a Comment